Paina Toke (পাইনা তোকে) Bangla Lyrics By Milon and Konal.

 Paina Toke (পাইনা তোকে) Bangla Lyrics By Milon and Konal.

Paina Toke (পাইনা তোকে) Bangla Lyrics By Milon and Konal.

Song : Paina Toke 

Singer : Milon and Konal

Lyrics : Jamal Hossain 

Tune, Music and 

Programming : Imran Mahmudul 

Additional Programming : Tonmay Mahabubul 

Mix & Master : Imran Mahmudul

Label : Rangon Music

Paina Toke Bangla Lyrics 

ভালোবাসার অপার সুখে,

পাইনা তোকে এই বুকে

মরছি আমি ধুকে ধুকে

থাকবে কি পাশেই আমার দুখে

বুঝবি তুই, কাদবি তুই

যখন আমি থাকবো না

হাত বাড়িয়ে ডাকবি তুই

আর তো ফিরে আসবো না

ভালোবাসার অপার সুখে,

পাইনা তোকে এই বুকে

মরছি আমি ধুকে ধুকে

থাকবে কি পাশেই আমার দুখে।

আর কতকাল দিবি ফাঁকি

ভালোবাসার কাজল আঁখি

প্রেম দেখি না তোর ওই চোখে,

ভালোবাসি বলিস শুধু মুখে

থাকবি শুধু এবুকের বাপাশে,

লিখে দিলাম তোর নাম আকাশে

ভালোবাসার অপার সুখে,

পাইনা তোকে এই বুকে।

ছাড়তে পাড়ি পৃথিবীকে,

যদি মাথা রাখিস আমার বুকে

আর পাড়ি না গুনতে প্রহর,

জাগবে কবে প্রেমের চোখ।

লিখবো প্রেমের কবিতা বাতাসে

উড়িয়ে দিলাম তোর প্রেম আকাশে

ভালোবাসার অপার সুখে,

পাইনা তোকে এই বুকে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *