Pakhi Aj Onno Karo Songi( পাখি আজ অন্য কারো সঙ্গি) Bangla Lyrics By FA Sumon.
Pakhi Aj Onno Karo Songi( পাখি আজ অন্য কারো সঙ্গি) Bangla Lyrics By FA Sumon.
Song : Pakhi Aj Onno Karo Songi
Singer : FA Sumon
Lyrics & Tune : Azim Babu
Music : Jami Ul
Label : FA Sumon Official
Pakhi Aj Onno Karo Songi Bangla Lyrics
পাখির দুটি আখির মাঝে
ছিলাম আমি বন্দী
আমায় ছেড়ে পাখি আজ
অন্য কারো সঙ্গি
আমি কাদলে কাদতো পাখি
এতোই ছিলো মায়া
সেই পাখি আজ মুখ গুজে নেয়
দেখলে আমার ছায়া
সেই পাখি আজ মুখ গুজে নেয়
দেখলে আমার ছায়া
ও খোলা মনে পুষছি তোরে
করছিরে খুব আদর
এতো ভালোবেসে তোরে
পুড়াইলাম এই অন্তর
ও খোলা মনে পুষছি তোরে
করছিরে খুব আদর
এতো ভালোবেসে তোরে
পুড়াইলাম এই অন্তর
তোর সুখেতে আমারই সুখ
এটাই ছিলো চাওয়া
সেই পাখি আজ মুখ গুজে নেয়
দেখলে আমার ছায়া
সেই পাখি আজ মুখ গুজে নেয়
দেখলে আমার ছায়া
অনেক আশার পাখি রে তুই
কেন দিলি উড়াল
তোর শূন্যতায় খাচা আমার
দেখনা রে আজ বেহাল
অনেক আশার পাখি রে তুই
কেন দিলি উড়াল
তোর শূন্যতায় খাচা আমার
দেখনা রে আজ বেহাল
আমি কান্দি যার কারণে
তার লাগে না মায়া
সেই পাখি আজ মুখ গুজে নেয়
দেখলে আমার ছায়া
সেই পাখি আজ মুখ গুজে নেয়
দেখলে আমার ছায়া
পাখির দুটি আখির মাঝে
ছিলাম আমি বন্দী
আমায় ছেড়ে পাখি আজ
অন্য কারো সঙ্গি
আমি কাদলে কাদতো পাখি
এতোই ছিলো মায়া
সেই পাখি আজ মুখ গুজে নেয়
দেখলে আমার ছায়া
সেই পাখি আজ মুখ গুজে নেয়
দেখলে আমার ছায়া।।