Pakhi Aj Onno Karo Songi( পাখি আজ অন্য কারো সঙ্গি) Bangla Lyrics By FA Sumon.

 Pakhi Aj Onno Karo Songi( পাখি আজ অন্য কারো সঙ্গি) Bangla Lyrics By FA Sumon. 

Song : Pakhi Aj Onno Karo Songi

Singer : FA Sumon 

Lyrics & Tune : Azim Babu 

Music : Jami Ul

Label : FA Sumon Official 

Pakhi Aj Onno Karo Songi Bangla Lyrics 

পাখির দুটি আখির মাঝে

ছিলাম আমি বন্দী 

আমায় ছেড়ে পাখি আজ

অন্য কারো সঙ্গি 

আমি কাদলে কাদতো পাখি

এতোই ছিলো মায়া 

সেই পাখি আজ মুখ গুজে নেয়

দেখলে আমার ছায়া 

সেই পাখি আজ মুখ গুজে নেয়

দেখলে আমার ছায়া 

ও খোলা মনে পুষছি তোরে 

করছিরে খুব আদর 

এতো ভালোবেসে তোরে 

পুড়াইলাম এই অন্তর 

ও খোলা মনে পুষছি তোরে 

করছিরে খুব আদর 

এতো ভালোবেসে তোরে 

পুড়াইলাম এই অন্তর 

তোর সুখেতে আমারই সুখ

এটাই ছিলো চাওয়া 

সেই পাখি আজ মুখ গুজে নেয়

দেখলে আমার ছায়া 

সেই পাখি আজ মুখ গুজে নেয়

দেখলে আমার ছায়া 

অনেক আশার পাখি রে তুই

কেন দিলি উড়াল 

তোর শূন্যতায় খাচা আমার 

দেখনা রে আজ বেহাল 

অনেক আশার পাখি রে তুই

কেন দিলি উড়াল 

তোর শূন্যতায় খাচা আমার 

দেখনা রে আজ বেহাল 

আমি কান্দি যার কারণে 

তার লাগে না মায়া 

সেই পাখি আজ মুখ গুজে নেয়

দেখলে আমার ছায়া 

সেই পাখি আজ মুখ গুজে নেয়

দেখলে আমার ছায়া 

পাখির দুটি আখির মাঝে

ছিলাম আমি বন্দী 

আমায় ছেড়ে পাখি আজ

অন্য কারো সঙ্গি 

আমি কাদলে কাদতো পাখি

এতোই ছিলো মায়া 

সেই পাখি আজ মুখ গুজে নেয়

দেখলে আমার ছায়া 

সেই পাখি আজ মুখ গুজে নেয়

দেখলে আমার ছায়া।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *