Palash ( পলাশ) Bangla Song Lyrics By Shyamoshree Saha.
Palash ( পলাশ) Bangla Song Lyrics By Shyamoshree Saha.
Here We Present You With the song ‘Palash’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Shyamoshree Saha’. Lyrics Written By ‘Ritam Sen ‘, Music Given By ‘Prasen’. This song published on SVF Music YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song : Palash
Singer : Shyamoshree Saha
Lyrics : Ritam Sen
Composer : Prasen
Label : SVF Music
Palash Song Lyrics
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটোবেলা থেকে,
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটোবেলা থেকে।
লিলুয়া বাতাসে মেশে
লিলুয়া .. লিলুয়া ..
লিলুয়া বাতাসে মেশে
নোলোকের মাস,
লিলুয়া বাতাসে মেশে
নোলোকের মাস,
আলোর আলাপে লীন নদী আর ঘাস
আলোর আলাপে লীন নদী আর ঘাস।
চুপিচুপি হাসে প্রত্যেকে
চুপিচুপি হাসে প্রত্যেকে,
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটবেলা থেকে।
শেষ হলে আলাপের বেলা
তার বালুচোরি অবহেলা,
শেষ হলে আলাপের বেলা
তার বালুচোরি অবহেলা,
হরিনের হিসেব মেলায়
হরিনের হিসেব মেলায়,
আলেয়া জ্বালাই চোখে চোখে রেখে,
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটো বেলা থেকে,
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটোবেলা থেকে।
লিলুয়া বাতাসে মেশে
নোলোকের মাস,
আলোর আলাপে লীন নদী আর ঘাস,
কে যে তাকে পলাশ পাঠায়
ছোট বেলা থেকে,
কে যে তাকে পলাশ পাঠায়।