Parisa (পারিসা) Bangla Lyrics By Khairul Wasi.

Parisa (পারিসা) Bangla Lyrics By Khairul Wasi.



Parisa (পারিসা) Bangla Lyrics By Khairul Wasi.

Song : Parisa

Vocal : Khairul Wasi 

Lyrics : Sayed Juwel

Tune : Khairul Wasi

Parisa Bangla Lyrics 

এক জীবনে এক মানুষই,

 হইলি রে দুই জন

এই মনেতে বহাইলি,

 দুঃখেরই শ্রাবণ

এক জীবনে এক মানুষই,

 হইলি রে দুই জন

এই মনেতে বহাইলি,

 দুঃখেরই শ্রাবণ

আগে যদি জানতাম আমি, 

করবি রে এমন

বিশ্বাস কইরা দিতাম না,

 আমার অবুঝ মন।

পারিসা রে পারিসা

তোর পাল্টে গেছে মন

পারিসা রে পারিসা

তোর একি আচরণ,

পারিসা রে পারিসা

তোর পাল্টে গেছে মন

পারিসা রে পারিসা

তোর একি আচরণ

আদর কইরা পালছি,

 একটা পরবাসি মন

দিবা নিশি সুখ দিলো না, 

কাদায় সারাক্ষন

আদর কইরা পালছি,

 একটা পরবাসি মন

দিবা নিশি সুখ দিলো না,

 কাদায় সারাক্ষন।

আপনেরে পর করলি তুই

পর করলি আপন

এই মনেতে বহাইলি,

 দুঃখেরই শ্রাবণ।

পারিসা রে পারিসা

তোর পাল্টে গেছে মন

পারিসা রে পারিসা

তোর একি আচরণ !

পারিসা রে পারিসা

তোর পাল্টে গেছে মন

পারিসা রে পারিসা

তোর একি আচরণ !

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *