Phir Aur Kya Chahiye Bengali Version Bangla Lyrics By Rahul Dutta.

Phir Aur Kya Chahiye Bengali Version Bangla Lyrics By Rahul Dutta.

Phir Aur Kya Chahiye Bengali Version Bangla Lyrics By Rahul Dutta.

Song: Phir Aur Kya Chahiye Bengali Version

Singer: Rahul Dutta

Lyrics: Somraj Das

Originally Music by: Sachin-Jigar

Music Label: Saregama Bengali

Phir Aur Kya Chahiye Song Lyrics 

চেয়েছি তোকে আমি,

তুই যে ভীষণ দামী,

থেকে যা সাথে আমার

জনম জনমে এভাবেই।

পেয়েছি তোকে

এর বেশী চায় কী এ মন,

হলি যে কবে

আমার বাঁচার কারণ।

থাকবো পাশে

সুখে, দুঃখে আজীবন,

পেয়েছি তোকে

এর বেশী চায় কী এ মন।

বলে দে.. আমায়

রেখে দে.. হৃদয়,

একটা জীবন, পড়ছে যে কম,

তোকে ভালোবেসে এভাবে।

পেয়েছি তোকে

এর বেশী চায় কী এ মন,

হলি যে কবে

আমার বাঁচার কারণ।

থাকবো পাশে

সুখে, দুঃখে আজীবন,

পেয়েছি তোকে

এর বেশী চায় কী এ মন।

বুঝে নে, বুঝে নে,

বুঝে নে, নে আমাকে,

বুঝে নে, বুঝে নে,

বুঝে নে, নে আমাকে,

রেখে দে হৃদয় মাঝারে। (X2)

ঘুম ভাঙ্গা ভোরে, তোরই আদরে

হয় যে শুরু দিন একফালি রোদ।

হুম .. ঘুম ভাঙ্গা ভোরে, তোরই আদরে

হয় যে শুরু দিন একফালি রোদ।

মন যে লাগে না আর কোনো কাজে

তোর ইশারাতে কাটুক প্রহর।

বলে দে.. আমায়

রেখে দে.. হৃদয়,

রাত দিন, কী সকাল হই যে বেসামাল

তুই ছুঁয়ে দিলে অকারণ।

পেয়েছি তোকে

এর বেশী চায় কী এ মন,

হলি যে কবে

আমার বাঁচার কারণ।

থাকবো পাশে

সুখে, দুঃখে আজীবন,

পেয়েছি তোকে

এর বেশী চায় কী এ মন।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *