Piriter Agune Amay(পিরিতের আগুনে আমায়) Bangla Lyrics By Ohornishi Team
Piriter Agune Amay(পিরিতের আগুনে আমায়) Bangla Lyrics By Ohornishi Team
Song : Piriter Agune Amay
Vocal : Ohornishi Team
Lyrics : Akkas Dewan
Label : Ohornishi
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Piriter Agune Amay Bangla Lyrics
পিরিতের আগুনে আমায়
জালাইলি আর পোড়াইলি,
পিরিতের আগুনে আমায়
জালাইলি আর পোড়াইলি
পুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রানো বন্ধুরে তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রেম করিয়া তোমার সনে
শান্তি পাইলাম না জীবনে রে
প্রেম করিয়া তোমার সনে
শান্তি পাইলাম না জীবনে রে
ওরে লাকড়ি ছাড়া প্রেমের মরা
বিনা চিতায় জালাইলি
লাকড়ি ছাড়া প্রেমের মরা
বিনা চিতায় জালাইলি
পুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রানো বন্ধুরে তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
অবলা সরলা পাইয়া
প্রেমের নামে ধোকা দিয়া রে
অবলা সরলা পাইয়া
প্রেমের নামে ধোকা দিয়া রে
ওরে আমার বুকে শেল মারিয়া
কার বুকে তুই ঘুমাইলি
আমার বুকে শেল মারিয়া
কার বুকে তুই ঘুমাইলি
পুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রানো বন্ধুরে তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি
পিরিতের আগুনে আমায়
জালাইলি আর পোড়াইলি,
পিরিতের আগুনে আমায়
জালাইলি আর পোড়াইলি
পুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রানো বন্ধুরে তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি।।
Piriter Agune Amay Bangla Lyrics
Piriter agune amay
Jalaili r poraili
Piriter agune amay
Jalaili r poraili
Puira puira banaili chali
Prano bodhure tui ki korli
Puira puira banaili chali