Por Khachar Bhitor (পর খাঁচার ভেতর) Bangla Song Lyrics By Imran Hossen Emu.

Por Khachar Bhitor (পর খাঁচার ভেতর) Bangla Song Lyrics By Imran Hossen Emu.

Por Khachar Bhitor (পর খাঁচার ভেতর) Bangla Song Lyrics By Imran Hossen Emu.

 Por Khachar Bhitor গানটি গেয়েছেন Imran Hossen Emu। গানের লিরিক্স দিয়েছেন Imran Hossen Emu। গানের মিউজিক দিয়েছেন Mahmudul Hasan Romance এবং গানটি Eagle Music এর ব্যানারে প্রকাশিত হয়েছে। আশা করছি Por Khachar Bhitor গানের লিরিক্স টি ভাল লাগবে। 

Song : Por Khachar Bhitor

Drama : Village Project (V.P)

Vocal, Lyrics & Tune : Imran Hossen Emu

Music : Mahmudul Hasan Romance

Dop : Johir Rayhan & Noyon Molla

Edit & Color : Bappi

Label : Eagle Music

Por Khachar Bhitor Song Lyrics 

যার লাগিয়া কান্দি আমি

দিবা নিশি ভোর,

সে নিজেরে আড়াল করছে 

পর খাঁচার ভেতর,

এত ভালোবাসলাম যারে

বুঝলনা আমারে,

আশায় আশায় রইলাম কত

আসলো না ফিরে।

কোন আশাতে বাঁধলো সে ঘর

কোন বা শহরে,

মরার আগে একবার খোদা 

দেখতে চাই তারে।।

তার অভাবে নই অভাবী 

নাই কোন শোক,

কথা দিয়ে রাখলো না সে 

এটাই অভিযোগ।

তার অভাবে নই অভাবী

নাই কোন শোক,

কথা দিয়ে রাখলো না সে 

এটাই অভিযোগ।

কোন আশাতে বাঁধলো সে ঘর

কোন বা শহরে,

মরার আগে একবার খোদা 

দেখতে চাই তারে।।

জীবন তরী থাইমা গো যায় 

যদি মোহনায়,

মাঝির হাতে ফিরা আসার

আছে কি আর রায়।

কোন আশাতে বাঁধলো সে ঘর

কোন বা শহরে,

মরার আগে একবার খোদা 

দেখতে চাই তারে,

মরার আগে একবার খোদা 

দেখতে চাই তারে,

মরার আগে একবার খোদা 

দেখতে চাই তারে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *