Poran Pakhi (পরান পাখি) Bangla Song Lyrics By Jannatul Sumaiya Heme & Avraal Sahir.
Poran Pakhi (পরান পাখি) Bangla Song Lyrics By Jannatul Sumaiya Heme & Avraal Sahir.
Song Name: Poran Pakhi (পরান পাখি)
Singer: Jannatul Sumaiya Heme & Avraal Sahir
Lyric: Shomeshwar Oli
Tune & Composition: Avraal Sahir
Video Direction: Mahin Awlad
Cast: NIloy Alamgir & Jannatul Sumaiya Heme
Screenplay: Ferari Farhad
Cinematographer: Ebad Alim
Edit & Color: Fokrul Islam
Production House: Baithakkhana
Label: Dhruba Music Station
Poran Pakhi Bangla Lyrics
তোমার হয়েছিলাম, আমি তোমার হয়ে রই
তোমার চোখে পড়ে নিলাম আমি তোমার নই
তোমার হয়েছিলাম, আমি তোমার হয়ে রই
তোমার চোখে পড়ে নিলাম আমি তোমার নই
এখন আমি নিয়ম করে
আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যাথা সই
প্রেম পিরিতি মাখামাখি ছিরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার, পরান পাখি
প্রেম পিরিতি মাখামাখি ছিরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার, পরান পাখি
মনের কাছে প্রশ্ন রেখে জবাব খুজে পাইনা
বুকের মাঝে স্বপ্ন একে নয়ন বুঝি পাই না
চির কালের অভাব তুমি,
প্রিয় থেকে প্রিয় তুমি, অন্তরে রাখি
প্রেম পিরিতি মাখামাখি ছিরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার, পরান পাখি
প্রেম পিরিতি মাখামাখি ছিরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার, পরান পাখি
তোমার হয়েছিলাম, আমি তোমার হয়ে রই
তোমার চোখে পড়ে নিলাম আমি তোমার নই
এখন আমি নিয়ম করে
আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যাথা সই
প্রেম পিরিতি মাখামাখি ছিরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার, পরান পাখি
প্রেম পিরিতি মাখামাখি ছিরে দিয়েও ধরে রাখি
পরান পুড়ে যায় আমার, পরান পাখি