Pore Na Chokher Polok(পড়েনা চোখের পলক) Bangla Lyrics By Andrew Kishore.

Pore Na Chokher Polok(পড়েনা চোখের পলক) Bangla Lyrics By Andrew Kishore. 

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Song : Pore Na Chokher Polok

Vocal : Andrew Kishore

Lyrics : Ahmed Imtiaz Bulbul

Label : Anupam Movie Song

 

Pore Na Chokher Polok Bangla Lyrics 

পড়েনা চোখের পলক

কি তোমার রূপেব় ঝলক

পড়েনা চোখেব় পলক

কি তোমার রূপের ঝলক

দোহাই লাগে মুখটি তোমার

একটু আঁচলে ঢাকো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবেনা কো

আমি জ্ঞান হাব়াবো

মব়েই যাবো

বাঁচাতে পাব়বেনা কো

ও… পড়েনা চোখের পলক

কি তোমার ব়ূপেব় ঝলক

কাজল কালো ঐ দু’টি চোখ

ও চোখে যাদু আছে

চোখের আড়াল হতে গেলেই

পড়ে যাই চোখের কাছে

গোলাপ রাঙা ঠোঁটে তোমার

মায়াবী মধুর হাসি

একটু হেসেই পরাতে পারো

হাজারো গলায় ফাঁসি

সবাই তোমায় চাইতে পারে

নিজেকে লুকিয়ে রাখো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবেনা কো

ও আমি জ্ঞান হাব়াবো

মব়েই যাবো

বাঁচাতে পাব়বেনা কো

ও পড়েনা চোখের পলক (আহ্)

কি তোমাব় ব়ূপেব় ঝলক

রেশম নরম তোমার চুলে

একটু শীতল বাতাস

পাগল এ মন পাবার আশায়

করছে যেন হুতাশ

পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার

অঙ্গে সোনার জ্যোতি

একেই বলে অপরূপা

অপূর্ব রূপবতী

তোমায় নিয়ে অনেক বিপদ

এ বুকের মাঝে থাকো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবেনা কো

ও আমি জ্ঞান হাব়াবো

মরে যাবো

বাঁচাতে পাব়বেনা কো

পড়েনা চোখের পলক

কি তোমার রূপেব় ঝলক

এই, পড়েনা চোখেব় পলক

কি তোমার রূপের ঝলক

দোহাই লাগে মুখটি তোমাব়

একটু় আঁচলে ঢাকো

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পাব়বেনা কো

ও আমি জ্ঞান হাব়াবো

মব়ে যাবো

বাঁচাতে পাব়বেনা কো

পড়েনা চোখের পলক (আহ)

কি তোমাব় ব়ূপের ঝলক

Pore Na Chokher Polok Bangla Lyrics

Porena chokher polok 

Ki tomar ruper jholok

Dohai lage mukhti tomar

Ektu acole dhako 

Ami ghan harabo 

Morei jabo

Bachate parbe no ko

Kajol kalo oi duti chokh 

O chokhe jadu ace

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *