Porer Jayga Porer Jomin(পরের জায়গা পরের জমিন) Bangla Lyrics By Ohornishi Team

Porer Jayga Porer Jomin(পরের জায়গা পরের জমিন) Bangla Lyrics By Ohornishi Team 

Song : Porer Jayga Porer Jomin

Vocal : Ohornishi Team 

Lyrics : Abdul Latif

Label : Ohornishi  

 

Porer Jayga Porer Jomin Bangla Lyrics 

পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই,

আমি তো সেই ঘরের মালিক নই,নই রে

আমি তো সেই ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই,

আমি তো সেই ঘরের মালিক নই,নই রে

আমি তো সেই ঘরের মালিক নই,

সেই ঘরখানা যার জমিদারি

আমি পাইনা তাহার হুকুমজারী,

সেই ঘরখানা যার জমিদারি

আমি পাইনা তাহার হুকুমজারী,

আমি পাইনা জমিদারের দেখা

পাইনা জমিদারের দেখা

আমি পাইনা জমিদারের দেখা,

মনের দুঃখ কারে কই

আমি মনের দুঃখ কারে কই। 

আমি তো সেই ঘরের মালিক নই, নই রে

আমি তো সেই ঘরের মালিক নই

তোমার বাড়ির রঙের মেলায়

দেখছিলাম বায়স্কোপ

 বায়স্কোপের নেশা আমায় ছাড়েনা

 হায়গো সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

 

ডাইনে তোমার চাচার বাড়ি 

বায়ের দিকে পুকুর ঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

বায়স্কোপের নেশা আমায় ছাড়েনা

অন্তরে তার পদ্য গোলাপ

গদ্যে পদ্যে আকছি মুখ 

খুজতে ছিলাম রঙের মেলায় 

অপূর্ব সেই তোমার চোখ

অন্তরে তার পদ্য গোলাপ

গদ্যে পদ্যে আকছি মুখ 

খুজতে ছিলাম রঙের মেলায় 

অপূর্ব সেই তোমার চোখ

এমন পলক ফেলতে 

কেউ তা পারেনা

মন হারানোর 

কেউ তা পারেনা

তোমার বাড়ির রঙের মেলায়

দেখছিলাম বায়স্কোপ

 বায়স্কোপের নেশা আমায় ছাড়েনা

 হায়গো সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই,

আমি তো সেই ঘরের মালিক নই, নই রে

আমি তো সেই ঘরের মালিক নই

আমি খাজনা পাতি সবই দিলাম 

তবু জমিন আমার হয় যে নিলাম

 আমি খাজনা পাতি সবই দিলাম 

তবু জমিন আমার হয় যে নিলাম

আমি চলি যে তার মন জোগাইয়া

আমি চলি যে তার মন জোগাইয়া

দাখিলায় মিলেনা সই

দাখিলায় মিলেনা সই

আমি তো সেই ঘরের মালিক নই, নই রে

আমি তো সেই ঘরের মালিক নই

তোমার বাড়ির রঙের মেলায়

দেখছিলাম বায়স্কোপ

 বায়স্কোপের নেশা আমায় ছাড়েনা

 হায়গো সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

 

ডাইনে তোমার চাচার বাড়ি 

বায়ের দিকে পুকুর ঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

বায়স্কোপের নেশা আমায় ছাড়েনা।।

Porer Jayga Porer Jomin Bangla Lyrics 

Porer Jaiga Porer Jomin

Ghor baniya ami roi

Ami toh sei ghorer malik noi

Sei ghorkhana jar jomidari

Ami paina tahar hukumjari

Ami paina jomidarer dekha

Moner dukkho kare koi

Ami to sei ghorer malik noi

Jomidarer icchemoto dei na jomi chash

Taito fosol fole na re

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *