Pori Tare Cai(পরী টারে চাই) Bangla Lyrics By Emu

Pori Tare Cai(পরী টারে চাই) Bangla Lyrics By Emu

Song: Pori Tare Cai

Vocal : Imran Hossen Emu

Lyrics : Shourov Islam Shahin


 

Pori Tare Cai Bangla Lyrics 


পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার

এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার

পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার

এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার

তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল

পলক পরার আগেই বুকে মারলো প্রেমের ঢিল ।

নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই

চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।

নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই

চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।

মাঝে মাঝে স্বপ্নে দেখি পরী আমার পাশে

মনটা আমার চায়রে শুধু পেতে তারে কাছে ।

মাঝে মাঝে স্বপ্নে দেখি পরী আমার পাশে

মনটা আমার চায়রে শুধু পেতে তারে কাছে ।

তারে কাছে পেলে আমি

আর কিছু না চাই;

নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই

চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।

নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই

চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।

পরীর ঐ রূপের ঝলকে হইলাম উদাসী

সব ছাড়িয়া তাইতো আমি তারে ভালোবাসি ।

পরীর ঐ রূপের ঝলকে হইলাম উদাসী

সব ছাড়িয়া তাইতো আমি তারে ভালোবাসি ।

পরীর লাইগা জীবন আমার

বাজি রাখতে চাই

নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই

নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই

চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।

পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার

এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার

পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার

এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার

তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল

পলক পরার আগেই বুকে মারলো প্রেমের ঢিল ।

নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই

চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।

নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই

চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।

Pori Tare Cai Bangla Lyrics

Porir mukhe misty hasi dekhte comotkar
Ek nimisei kaira nilo monta je amar
Tar galete ace hayre cotto ekta til 
Polok porar agei buke marlo premer dhil
Naire naire naire amar bacar upy nai
Caire caire caire ami poridare cai
Majhe majhe sopne dekhi pori amar pashe
Monta amar cayre sudhu petei tare kache
Tare kache pele ami 
R kichu na cai

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *