Pori Tare Cai(পরী টারে চাই) Bangla Lyrics By Emu
Pori Tare Cai(পরী টারে চাই) Bangla Lyrics By Emu
Song: Pori Tare Cai
Vocal : Imran Hossen Emu
Lyrics : Shourov Islam Shahin
Pori Tare Cai Bangla Lyrics
পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার
পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার
তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল
পলক পরার আগেই বুকে মারলো প্রেমের ঢিল ।
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।
মাঝে মাঝে স্বপ্নে দেখি পরী আমার পাশে
মনটা আমার চায়রে শুধু পেতে তারে কাছে ।
মাঝে মাঝে স্বপ্নে দেখি পরী আমার পাশে
মনটা আমার চায়রে শুধু পেতে তারে কাছে ।
তারে কাছে পেলে আমি
আর কিছু না চাই;
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।
পরীর ঐ রূপের ঝলকে হইলাম উদাসী
সব ছাড়িয়া তাইতো আমি তারে ভালোবাসি ।
পরীর ঐ রূপের ঝলকে হইলাম উদাসী
সব ছাড়িয়া তাইতো আমি তারে ভালোবাসি ।
পরীর লাইগা জীবন আমার
বাজি রাখতে চাই
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।
পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার
পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার
তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল
পলক পরার আগেই বুকে মারলো প্রেমের ঢিল ।
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।