Posto Kolkata Bangla Full Film Review, Cast And Watch. পস্তো কোলকাতা বাংলা ফিল্ম রিভিউ, অভিনয় এবং দেখা।
Posto Kolkata Bangla Full Film Review, Cast And Watch. পস্তো কোলকাতা বাংলা ফিল্ম রিভিউ, অভিনয় এবং দেখা।
কোলকাতা বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একটি ছবি হল এই পস্তো (Posto)। এই কোলকাতা বাংলা সিনেমা(Kolkata Bangla Movie)টি ২০১৭ সালের ১২ ই মে কোলকাতায় রিলিজ হয়েছিল।
এই ছবির
Director(ডিরেক্টর)
1)Shiboprosad Mukherjee( শিবপ্রসাধ মুখার্জি )
2) Nandita Roy(নন্দিতা রয়)
Producer (প্রডিউসার)
1) Shiboprosad Mukherjee(শিবপ্রসাধ মুখার্জি)
2) Atanu Raychaudhuri(অতনু রাইচৌধুরী)
3) Probhat Roy(প্রভাত রয়)
এই ছবিতে অভিনয় করেছেন
- 1) Soumitra Chatterjee ( সৌমিত্র চ্যাটার্জি)
- 2) Arghya Basu Roy(অর্ঘ বসু রয় )
- 3) Jishu Sengupta(জিশুসেন সেনগুপ্ত)
- 4) Mimi Chakraborty(মিমি চক্রবর্তী)
- 5) Lily Chakravarty(লিলি চক্রবর্তী )
- 6) Paran Banerjee(পরান ব্যানার্জি )
Official Trailer
অনলাইনে দেখার নিয়ম
এই ছবিটি যেহেতু সাম্প্রতিক সময়ে রিলিজ হয়েছে তাই অনলাইনে রিলিজ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন মুভিটি অনলাইনে রিলিজ হবে তারপর আপনি দেখতে পারবেন। আর এখন আপনার কাছের কোন সিনেমা হলে কিংবা ওটিটি প্লাটফর্মে দেখতে পাবেন।