Prem Hobe Na (প্রেম হবে না) Bangla Song Lyrics By Shamz Vai.
Prem Hobe Na (প্রেম হবে না) Bangla Song Lyrics By Shamz Vai.
Song : Prem Hobe Na
Singer : Shamz Vai
Lyrics : Munsiganjer Sohag
Tune Composer : Shamim Mahmud
Chief Coordinator : Dr. Md Harunur Rashid
DOP : Joseph Mehedi
Produced by : Urvashi Forum
Prem Hobe Na Song Lyrics
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না,
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না,
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
তিল থেকে তাল হতে পারে
বালুকণা তে পাহাড়,
তেঁতুল পাতায় হতে পারে
সাত সুজনের আহার,
কল্পকথার গল্প এমন
বলতে আমি পারবো না..
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না।।
যদি বলো সঙ্গে চলো
যেতে পারি নরকে,
তোমার তরে বুকটা চিরে দেখাবো পলকে।
তুমি যদি বলো সঙ্গে চলো
যেতে পারি নরকে,
তোমার তরে বুকটা চিরে দেখাবো পলকে।
এমন অবাস্তব কথা
বলতে আমি পারবো না ..
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না।।
সত্যি করে বলছি আমি দিচ্ছি তোমায় কথা,
তোমার জন্যে রাখবো বাজি
আমার ঘাড়ের মাথা।
ও সত্যি করে বলছি আমি দিচ্ছি তোমায় কথা,
তোমার জন্যে রাখবো বাজি
আমার ঘাড়ের মাথা।
এই যুক্তি ছাড়া উক্তি দিয়ে
জীবন তো আর চলবে না..
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না,
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
তিল থেকে তাল হতে পারে
বালুকণা তে পাহাড়,
তেঁতুল পাতায় হতে পারে
সাত সুজনের আহার,
কল্পকথার গল্প এমন
বলতে আমি পারবো না ..
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না।।