Premer Noor (প্রেমের নুর) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Premer Noor
Singer : Akash Mahmud
Lyrics : Ni Shohag
Tune : Polok Hasan Sumon
Music : Aronno Akon
Label : Ni Music
Premer Noor Bangla Lyrics
হৃদয় ভাংলে কখনো তা
জোড়া লাগে না
মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা
সমান তুলনা
হৃদয় ভাংলে কখনো তা
জোড়া লাগে না
মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা
সমান তুলনা
সত্যিকারের প্রেম কভু
ভোলা যায় না
ভালোবাসলেই মনের মানুষ
আপন হয় না
বিধাতার কাছে করি আরাধনা
পরোকালে থাকি যেন আপন দুজনা
বিধাতার কাছে করি আরাধনা
পরোকালে থাকি যেন আপন দুজনা
দুই চোখেরই নোনা জলে
ভাসিয়ে দিলাম বিরহেরই সুর
আমার এই হৃদ মাজারে
জালিয়েছিলাম প্রেমেরই নুর
আমার বুক পাজরের হাড় দিয়ে
তোমাকে গড়া
তোমায় ছাড়া আমি ওগো
বাচতে পারি না
বিধাতার কাছে করি আরাধনা
পরোকালে থাকি যেন আপন দুজনা
বিধাতার কাছে করি আরাধনা
পরোকালে থাকি যেন আপন দুজনা
সুখেরই সপ্নগুলো সাজিয়েছিলাম
সৃতির ঘরে
আধারে ঢেকে গেল দ জীবন আমার
কালবৈশাখীর ঝড়ে
আমার সপ্নবাসর ভেঙ্গে গেল
এ জীবন ধারা
তোমায় ছাড়া আমি ওগো
বাচতে পারি না
বিধাতার কাছে করি আরাধনা
পরোকালে থাকি যেন আপন দুজনা
বিধাতার কাছে করি আরাধনা
পরোকালে থাকি যেন আপন দুজনা।।