Premik Na Hoy Bhabo (প্রেমিক না হয় ভাবো) Bangla Lyrics By Rupak Tiary.

  Premik Na Hoy Bhabo (প্রেমিক না হয় ভাবো) Bangla Lyrics By Rupak Tiary.

Premik Na Hoy Bhabo (প্রেমিক না হয় ভাবো) Bangla Lyrics By Rupak Tiary.

Song Name :  Premik Na Hoy Bhabo

Singer :  Rupak Tiary

Tune & Music :  Jhonti Chakraborty

Lyrics :  Jhonti Chakraborty

Music Label :  Bengal Pictures

Star Cast :  Usnish Chatterjee, Ruchira Bera

Release On :  2022-08-12

Premik Na Hoy Bhabo Lyrics in Bengali 

যাও ভুলে যাও

সেই আলগা চোখে প্রেম বোঝানোর মানে

পাও সুখ পাও

সত্যিগুলো ঢেকে অভিমানে

ইচ্ছে হলে বায়না ধোরো

সোহাগ চোখে কান্না কোরো

আগের মতোই আগলে তবু রাখ

নালিশ ভরা ঘুমের ঘোরে

আলসে মনে রাত-দুপুরে 

ভুল করেই প্রেমিক না হয় ভাবো

ভুল করেই প্রেমিক না হয় ভাবো

আবেগে লুকোচুরি আড়ালে মন ভারি

তোমারই কাছে এসে তোমারই কাছে এসে 

প্রেমেরই কথা হোক বাকি অদরকারি

তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে 

আবেগে লুকোচুরি আড়ালে মন ভারি 

তোমারই কাছে এসে তোমারই কাছে এসে

প্রেমেরই কথা হোক বাকি অদরকারি

তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে

বারে বারে ভুল বুঝেছি

তোমার চোখের ভাষায়

যা আমি নই তা(ই) হতে চাই

প্রেমিক হবার আশায়

ইচ্ছে হলে বায়না ধোরো 

সোহাগ চোখে কান্না কোরো

আগের মতোই আগলে তবু রাখ

নালিশ ভরা ঘুমের ঘোরে

আলসে মনে রাত-দুপুরে 

ভুল করেই প্রেমিক না হয় ভাবো 

ভুল করেই প্রেমিক না হয় ভাবো 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *