Priya Bole Dakbo Kare (প্রিয়া বলে ডাকবো কারে) Bangla Lyrics By Gogon Sakib.
Priya Bole Dakbo Kare (প্রিয়া বলে ডাকবো কারে) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Priya Bole Dakbo Kare
Singer : Gogon Sakib
Lyrics : Nur Mohammad Ripon
Tune & Music : Ahmed Sajeeb
Label : A Series Music
Priya Bole Dakbo Kare Bangla Lyrics
এখন তুমি পরের ঘরে
সুখের তরী বাও
কষ্টে আমার নষ্ট জীবন
কলিজাতে ঘাও
এখন তুমি পরের ঘরে
সুখের তরী বাও
কষ্টে আমার নষ্ট জীবন
কলিজাতে ঘাও
মন ভাঙিলা কাচের মতো
দোষ ছিলো না জানি
দুই চোখেতে ঢেউ খেলে যায়
সাত সাগরের পানি
প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
ডাকবো আর কারে
হিয়া জলে বুকের তলে
ভেবে পাষাণ তোরে
প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
ডাকবো আর কারে
হিয়া জলে বুকের তলে
ভেবে পাষাণ তোরে
হয়ে গেলে দুরের মানুষ
পরের মহারানী
তুমি ছাড়া কষ্ট এসে
ঝড়ায় চোখে পানি
হয়ে গেলে দুরের মানুষ
পরের মহারানী
তুমি ছাড়া কষ্ট এসে
ঝড়ায় চোখে পানি
নিয়তির এই নিঠুর খেলায়
আমি গেছি হেরে
যখন তুমি চলে গেছো
এই আমাকে ছেড়ে
প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
ডাকবো আর কারে
হিয়া জলে বুকের তলে
ভেবে পাষাণ তোরে
প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
ডাকবো আর কারে
হিয়া জলে বুকের তলে
ভেবে পাষাণ তোরে।।