Projapoti E Mon Bangla Lyrics By Shreya Ghoshal.
Projapoti E Mon Bangla Lyrics By Shreya Ghoshal.
Song: Projapoti E Mon
Singer: Shreya Ghoshal
Lyrics: Himika Mukhopadhyay
Tune: Mainak Das
Album: Surongo
Projapoti E Mon Song Lyrics
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না
সোনালী রোদ আঁকে আল্পনা
সোনালী রোদ আঁকে আল্পনা
স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না।
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না।
মেঘলা আকাশ যদি রোদ না থাকে
স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে (২)
শত্রু যদি মেঘ হতে চায়
শত্রু যদি মেঘ হতে চায়
সৈন্য নিয়ে সামনে আসুক না।
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না।
জীবন মানে কত স্বপ্ন দেখা
আঁধার আলো বুকে লুকিয়ে রাখা (২)
স্বপ্ন ছাড়া ফিকে জীবন
স্বপ্ন ছাড়া ফিকে জীবন
বাঁচবো নিয়ে স্বপ্ন কল্পনা।
প্রজাপতি এ মন মেলুক পাখনা,
দূরে যত দূরে যায় যদি যাক না
সোনালী রোদ আঁকে আল্পনা
সোনালী রোদ আঁকে আল্পনা
স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না।
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না।