Purano Sei Diner Kotha ( পুরানো সেই দিনের কথা) Bangla Lyrics By Hemanta Mukherjee.
Purano Sei Diner Kotha ( পুরানো সেই দিনের কথা) Bangla Lyrics By Hemanta Mukherjee.
Song : Purano Sei Diner Kotha
Singer : Hemanta Mukherjee
Music : Rabindranath Tagore
Lyrics : Rabindranath Tagore
Music Label : Saregama India Ltd
Release On : 28 August 2019
Purano Sei Diner Kotha Lyrics in Bengali
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয়, আরেকটি বার আয় রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়
আয়, আরেকটি বার আয় রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হলো সখা
প্রাণের মাঝে আয়
হায় মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হলো সখা
প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয়, আরেকটি বার আয় রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়