Romantic Valobasar Bangla Golpo EP -6 (রোমান্টিক ভালোবাসার বাংলা গল্প পর্ব -৬)

 Romantic Valobasar Bangla Golpo EP -6 (রোমান্টিক ভালোবাসার বাংলা গল্প পর্ব -৬)

Romantic Valobasar Bangla Golpo EP -6 (রোমান্টিক ভালোবাসার বাংলা গল্প পর্ব -৬)

বৃষ্টির দিনে সাধারণত মানুষের মন মেজাজ একটু ঠান্ডা থাকে। কিন্তু আমার স্ত্রী শ্রাবণীর মেজাজ আজ অত্যন্ত গরম।  আমার ছেলে ঘন্টা খানিক ধরে কান্নাকাটি করে বলছে সে এই বৃষ্টির দিনে স্কুলে যাবে না। এই ৩-৪ ধরে নাতিশীতোষ্ণ আবহাওয়ায়  স্কুলে ক্লাস হবে দূরের কথা টিচার পর্যন্ত নাকি স্কুলে আসে না। কিন্তু আমার স্ত্রী মানতে নারাজ। ছেলেকে কান ধরে টেনে স্কুলে পাঠিয়ে দিয়েছে।

বউয়ের রাগী চেহারা দেখে বলতে ভয় পাচ্ছি এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর দেখি বউ আমার সামনে এক গ্লাস মধু মেশানো গরম দুধ আর দুইটা হাঁসের ডিম সিদ্ধ রেখে বললো,

-“এইগুলো খেয়ে নাও”

ভয়ে ভয়ে বললাম,

-দুধ ডিম খেলে আমার পেটে গ্যাস হয়। 

আমার কথা শুনে বউ যখন রাগী চোখে আমার দিকে তাকালো আমি কোন রকমে দুধ ডিম খেয়ে  ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করতে লাগলাম।  আড়চোখে খেয়াল করে দেখি আমার বউ আলমারি থেকে গোছানো কাপড় বের করে আমার গুছিয়ে আলমারি রাখছে আর কেন জানি রাগে ফুলছে।  আমি বুঝলাম না আমার বউ এমন কেন করছে।  

একটু পর বউ কাছে এসে বললো,

-“আমার গলার চেইনটা একটু খুলে দাও তো”

আমি ওর কথা মতো গলার চেইন খুলে দিলাম। 

কিছুক্ষণ পর এসে বললো,

-” আমার কানের দুল গুলো খুলে দাও তো”

আমি তার কথা মতই কানের দুল খুলে হাতে দিলাম। কিন্তু এইবার আমার স্ত্রী সামনে থেকে না গিয়ে বললো,

-” তোমার কি শরীর ব্যথা করছে?  মালিশ করে দিবো?”

মনে মনে ভাবতে লাগলাম আমার স্ত্রী এতো ভালো হলো কিভাবে? আগে তো সারাক্ষণ আমায় দৌড়ের উপর রাখতো। আমি মুচকি হেসে বললাম,

-আরে না, আমি একদম ঠিক আছি

বউ তখন গোমড়া মুখে বললো,

-” মধু দুধ ডিম খেয়েছো নিশ্চয়ই তোমার গরম লাগছে। চাইলে তুমি শার্টটা খুলে ফেলতে পারো”

আমি হেসে বললাম,

–আরে না,আমার আরো ঠান্ডা লাগছে।  

আমার কথা শুনে বউ এসির রিমোটটা আছাড় মেরে বললো,

-“রুমে সারাক্ষণ এসি অন করে রাখলে শরীর গরম হবে কি করে?”

আমি ভয়ে ভয়ে ল্যাপটপটা নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িংরুমে এসে বসলাম।  বউ যে কেন আজ হুটহাট রেগে যাচ্ছে বুঝতে পারছি না। মনে মনে ভাবলাম বউ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমি আমার মতো সিরিজ দেখি।

ল্যাপটপে হাউজ অফ ড্রাগন সিরিজটা দেখতে লাগলাম।  এমন সময় স্ত্রী আমার পাশে এসে বসতে বসতে বললো,

-” কতবার বলেছি আমাকে পাতলা শাড়ি কিনে দিও না। এটা নামে মাত্র শাড়ি। ভিতরে সব বুঝা যায়। এই শাড়ি পড়ে বাহিরে বের হওয়া যাবে? এখন বাসাতেই এই শাড়ি পড়তে হবে” 

আমি বউয়ের দিকে তাকিয়ে বললাম, 

–ঠিক আছে বাসাতেই পড়ো

বউ কেমন জানি রাগী রাগী চোখে আমার দিকে তাকিয়ে রইলো। তারপর বললো,

-” এইসব অবাস্তব সিরিজ কেন দেখো? বাস্তব রিলেটেড কিছু দেখতে পারো না?  যা দৈনন্দিন জীবনে কাজে লাগে? আচ্ছা একটা লোক আছে না, মাথা ন্যাড়া?  ওর ভিডিও দাও দেখি”

আমি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললাম,

–তুমি ভিন ডিজেলের ফাস্ট এন্ড ফিউরিয়াসের কথা বলছো? 

বউ মনমরা হয়ে আমার দিকে তাকিয়ে বললো,

-“না আমি ভিন ডিজেলের কথা বলছি না”

আমি কিছুক্ষণ ভেবে বললাম,

-তাহলে তুমি ডোয়েন জনসনের জুমানজির কথা বলছো?

বউ আমার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে দেখে বললো,

-“পৃথিবীতে আমি বোধহয় একমাত্র নারী যে মানুষরূপী একটা আস্ত গাধার সাথে সংসার করছি।”

এমন সময় কলিংবেলের আওয়াজ হলো। ছেলে স্কুল থেকে এসেছে। বউ ছেলেকে দেখেই ননস্টপ মার দেওয়া শুরু করেছে। কেন মারছে আমি জানি না, আমার ছেলের জানে না সে কেন মার খাচ্ছে। আমার স্ত্রীও হয়তো জানে না সে কেন মারছে। পাঠকদের মধ্যে কারো জানা থাকলে বলতে পারেন…

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *