Romantic Valobasar Bangla Golpo Ep -7। রোমান্টিক ভালোবাসার বাংলা গল্প পর্ব -৭।
Romantic Valobasar Bangla Golpo Ep -7। রোমান্টিক ভালোবাসার বাংলা গল্প পর্ব -৭।
Gf- রাস্তায় হাটার সময় কোনো মেয়ের
দিকে তাকাবেনা। ওকে??
.
Bf– হুম। .
Gf- ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাইক
দেবে না। ওকে?? .
Bf– হুম। দেখবও না।
.
Gf- খালি চ্যাট অফ করে ফেসবুক চালাবে।
ওকে??
.
Bf– হুম।
.
Gf-টিভি কম দেখবে। মুভিও দেখবেনা। আর
দেখলে নায়িকাদের দিকে তাকাবেনা।
ওকে??
.
Romantic Valobasar Golpo Ep 3 (রোমান্টিক ভালোবাসার গল্প পর্ব ৩)
Bf– হুম। পেপার পড়বো?
.
Gf- হ্যা পড়ো কিন্তু বিনোদন পাতার দিকে
যাবে না। মোবাইলে উল্টো পাল্টা
ভিডিও দেখলে চোখ গেলে ফেলবো।
.
Bf– হুম।
.
Gf- তোমার বাড়ি গার্লস স্কুলের সামনে
না?? .
Bf-হুম।
.
Gf- বাড়ি চেঞ্জ করো।
.
Bf–আমার বাবার বাড়ি!!
.
Gf-বাড়ি বেঁচে দাও।
.
Bf– আমার বাবা শুনলে ?
.Gf- তাহলে বাড়ি ছেড়ে মেসে থাকবে।
এমন বাড়িতে যে বাড়ির মালিকের কোন
মেয়ে নেই।থাকলেও ওই মেয়ের দিকে
তাকাবেনা।
.
Bf– আচ্ছা।
.
Gf- মনে থাকবে?? .
Bf– এত্ত বড় লিস্ট!! সব তো মনে নেই। .Gf-
আবার বলবো ??
.
Bf– আবার! .
Gf- মনে না থাকলে আবার বলতে হবে। .
Bf– থাক থাক!! এত বড় লিস্ট দিয়ে কাজ
নেই। তুমি বরং এমন কোন লিস্ট দাও যেই
লিস্টে খালি আমি কোন কোন দিকে
তাকাতে পারবো সেই লিস্ট থাকবে। .
Gf- ভালো বুদ্ধি। তুমি তোমার পায়ের বুড়ো
আঙ্গুলের দিকে তাকাবে খালি। এভাবে
নিচের দিকে তাকিয়ে চলাচল করবে।
ওকে??
.Bf– হুম। ওকে!!.
Gf- দ্যাটস মাই বয়! এই নাও ফ্লায়িং
পাপ্পি!!
.
Bf– এত কিছুর পর যে পাপ্পি দিলে ওটাও
ফ্লায়িং!!
.
Gf- কিছু বললে??
.
Bf– নাহ!! এখন আসি তাহলে??
.
Gf-যাও।
.
(৪ ঘন্টা পর).
Gf- বেবী তুমি কোথায়??
.
Bf– হাসপাতালে।
.
Gf- কেনো?? .
Bf– তোমার কথা শুনে পায়ের বুড়ো
আঙ্গুলের দিকে তাকিয়ে বাইক
চালাচ্ছিলাম। তারপর কিছু মনে নেই। উঠে
দেখি হাসপাতালে আছি!
.
Gf- তাই..?? সাবধান!! নার্সের দিকে
তাকাবেনা…!!!.
Bf – অজ্ঞান!! যাইতাম কই