Romantic Valobasar Golpo Ep 3 (রোমান্টিক ভালোবাসার গল্প পর্ব ৩)
Romantic Valobasar Golpo Ep 3 (রোমান্টিক ভালোবাসার গল্প পর্ব ৩)
মেয়ে ঃ তোমার সাথে ব্রেক আপ
ছেলে ঃ ওকে ব্রেক আপ
মেয়ে ঃ কোনদিন আর আমার সাথে দেখা করবে না
ছেলে ঃ ওকে করবো না
মেয়ে ঃ একদম নেকামো করবে না হুম।
ছেলে ঃ ওকে করবো না
মেয়ে ঃ সত্যিই কিন্তু আজকে ব্রেক আপ?
ছেলে ঃ সেটা তো আমিও জানি
মেয়ে ঃ কিভাবে?
ছেলে ঃ বলবো না
মেয়ে ঃ কেন বলবে না?
ছেলে ঃ এমনিই
মেয়ে ঃ বলতেই হবে কিভাবে বুঝলে?
ছেলে ঃ যদি না বলি?
মেয়ে ঃ খুন করে ফেলবো.
ছেলে ঃ পারবে তো খুন করতে?
মেয়ে ঃ হুম একশো বার পারবো
ছেলে ঃ তবে খুন করো
মেয়ে ঃ আগে বলো কিভাবে বুঝলে যে আজকে ব্রেক আপ করবো?
ছেলে ঃ না মানে তুমি তো রেগেই সবসময় ব্রেক আপ করো। আর এভাবে গতো সাত মাসে প্রায় ২০০০ বার ব্রেক আপ করছো।
মেয়ে ঃ তা যাই হোক আজকে একদম সত্যি সত্যি ব্রেক আপ করে ফেলছি।
ছেলে ঃ পুরনো
মেয়ে ঃ কি
ছেলে ঃ এই ডায়লগ টা
মেয়ে ঃ তুমি তোমার ডায়লগ নিয়ে থাকো আমি চললাম।
ছেলে ঃ আচ্ছা যাও। আর আজকে রাতে ফোন বন্ধ থাকবে কিন্তু।
মেয়ে ঃ কেন বন্ধ থাকবে?
ছেলে ঃ যেহেতু ব্রেক আপই হয়ে গেছে তাহলে ফোন দিয়ে আর কি করবে?
মেয়ে ঃ আচ্ছা ঠিক আছে ফোন বন্ধ রাখো আর না রাখো তাতে আমার কিছু আসে যায় না। আমাকে একদম ফোন করবে না বলে দিলাম কিন্তু হুম।
ছেলে ঃ রেগে যাচ্ছো কেন?
মেয়ে ঃ কই না তো।
ছেলে ঃ তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও
মেয়ে ঃ হুম যাবোই তো যেহেতু ব্রেক আপই করে দিলাম।
ছেলে ঃ এই দাঁড়াও
মেয়ে ঃ কি
ছেলে ঃ কফির বিলটা দিয়ে যাও
মেয়ে ঃ আমি কেন দেব?
ছেলে ঃ আজ যেহেতু তুমি ব্রেক আপ করছো। সেহেতু তোমার বিল তোমাকেই দিতে হবে।
মেয়ে ঃ আচ্ছা মনে থাকে যেন।
ছেলে ঃ থাকবে না।
মেয়ে ঃ কেন?
ছেলে ঃ সেটা আমার ইচ্ছে।
মেয়ে ঃ আচ্ছা
ছেলে ঃ হুম
মেয়ে ঃ আমি গেলাম?
ছেলে ঃ যাও আটকে রাখছে কে?
মেয়ে ঃ আটকালে সমস্যা কি?
ছেলে ঃ ব্রেক আপ করছো তো
মেয়ে ঃ তো কি হইছে?
ছেলে ঃ অধিকার নেই আমার।
মেয়ে ঃ ব্রেক আপ আমি করছি, তুমি তো করো নাই।
ছেলে ঃ আমিও করে দিছি।
মেয়ে ঃ মানে?
ছেলে ঃ মানের কি আছে, আমিও ব্রেক আপ করে দিছি।
মেয়ে ঃ তার মানে তুমি এখন অন্য মেয়ের সাথে প্রেম করবা?
ছেলে ঃ করতেই পারি, যেহেতু আমাদের এখন ব্রেক আপ হয়ে গেছে।
মেয়ে ঃ না একদম না। আমাকে ছাড়া তুই কাউকে ভালোবাসতে পারবি না।
ছেলে ঃ কেন? কে বাধা দিবে?
মেয়ে ঃ আমি বাধা দিবো।
ছেলে ঃ কিভাবে দিবা?
মেয়ে ঃ খুন করে ফেলবো তোমাকে। তুমি শুধু আমার। আমি ছাড়া আর অন্য কোন মেয়ে তোমার জীবনে আসতে পারবে না।
ছেলে ঃ লাইফটা আমার। তাই আমি প্রেম করবো কি না সেটা টোটালি আমার ব্যাপার।
মেয়ে ঃ রাগ ঊঠাবে না বলে দিলাম।
ছেলে ঃ রাগ হচ্ছে কেন?
মেয়ে ঃ আমার সামনে অন্য মেয়ের নাম বলবে না
ছেলে ঃ কেন বলবো না?
মেয়ে ঃ হুম হুম হুম
ছেলে ঃ এই যে মহারানী কান্না করতেছো কেন?
মেয়ে ঃ তাতে তোমার কি সমস্যা?
ছেলে ঃ কোন সমস্যা নাই। তবে কান্নাকাটি আমার একদম ভালো লাগে না।