Romantic Valobasar Golpo Ep 5 (রোমান্টিক ভালোবাসার গল্প পর্ব ৫)

 Romantic Valobasar Golpo Ep 5 (রোমান্টিক ভালোবাসার গল্প পর্ব ৫)

Romantic Valobasar Golpo Ep 5 (রোমান্টিক ভালোবাসার গল্প পর্ব ৫)

তোমার প্রতি কারও যত্ন দেখে হুট করেই তার প্রেমে পরে যেও না। একটা কথা মনে রেখো বেশীর ভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, একসময় তারা নির্মমভাবে সেই মানুষটাকে অবহেলা করতে জানে। 

বিয়ের পরের রুপটা যদি বিয়ের আগে দেখাতো, তাহলে অনেক সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়াতো না। 

সেটা ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। 

কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করতেছে বা আপনার প্রতি তার কোন গুরুত্বই নেই। 

১/ কি করো, খাইছো, কিছুনা, হুম, আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোন ইন্টারেস্ট নাই। 

২/ আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন,বিনিময়ে সে পাল্টা কোন প্রশ্ন করছে না। এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। 

৩/ ম্যাসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না। বা একটা ম্যাসেজের রিপ্লাই অনেকক্ষন পর দেওয়া। 

৪/অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না। 

আপনি নক দিলেও সিন না করেও পরে বলবে আইডি অনলাইনে ছিলো আমি কাছে ছিলাম না। 

৫/ খুব ব্যাস্ততা দেখাবে। অন্যদিকে ক্লাস, আড্ডা, ঘুরাঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সবই ঠিক থাকবে। শুধু আপনার ম্যাসেজের উত্তর দেবার সময় তার হাতে থাকবে না। 

৬/ অনেক গুলো ম্যাসেজ দেয়ার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি সরি।

৭/ সবসময় তার খোজ নেন অথচ সে আগ বাড়িয়ে আপনার কোন খোঁজ নেয় না। 

৮/ আপনার ভুল না থাকলেও নিজ থেকে সরি বলেন। অথচ সে কখনো এমন করে না। 

উপরের এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্তসম্মান বাড়ান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *