Rong Sudhu Diyei Gele Bangla Lyrics By Manna Dey, Arundhati Holme Chowdhury.

Rong Sudhu Diyei Gele Bangla Lyrics By Manna Dey, Arundhati Holme Chowdhury.

Rong Sudhu Diyei Gele Bangla Lyrics By Manna Dey, Arundhati Holme Chowdhury.

Song Name :  Rong Sudhu Diyei Gele
গান :  রঙ শুধু দিয়েই গেলে
Singer(s) :  Manna Dey, Arundhati Holme Chowdhury
Tune / Music :  Abhijit Bandyopadhyay
Lyricist :  Pulak Bandyopadhyay
Music Label :  Saregama India Ltd
Star Cast :  Sumitra Mukherjee, Ranjit Mallick, Bikash Roy, Rabi Ghosh, Anup Kumar, Utpal Dutt, Gita Dey and Others
Release On :  1978-01-12

Rong Sudhu Diyei Gele Lyrics in Bengali

রঙ শুধু দিয়েই গেলে (২)
আড়াল থেকে অগোচরে
দেখেও তুমি দেখলে না তো (২)
সে রঙ কখন লাগলো এসে মনে
গেলো জীবন মরণ ধন্য করে
রঙ শুধু দিয়েই গেলে (২)

দিওনা রঙ দিওনা রঙ
না না না এভাবে
কাছেতে এসে কাছে এসে
লাগলে চোখে দেখব যাকে
ফেলব তাকে ভালোবেসে
বলো তোমার ও রঙ নিয়ে
কেমনে রই ঘরে

রঙ না হয় দিয়েই গেলে (২)
আড়াল থেকে অগোচরে
দেখেও আমি দেখবো না তো (২)
সে রঙ কখন লাগলো এসে মনে
গেলো জীবন মরণ ধন্য করে
রঙ না হয় দিয়েই গেলে (২)
মুছো না রঙ মুছো না রঙ
না না না লাগেই
যদি তা চোখে লাগে চোখে
নিও না কানে এমনি দিনে
মন্দ যদি বলে লোকে
এতো যে গান এতো যে সুর
রাখ প্রাণে ভরে
তোমারি রঙ তোমায় দিলাম (২)
দিলাম তোমার অন্তরে
বুঝেও তুমি বুঝলে না তো (২)
সে রঙ কখন লাগলো এসে মনে
গেলো জীবন মরণ ধন্য করে
তোমারি রঙ তোমায় দিলাম (২)
তোমারি রঙ তোমায় দিলাম (২)
তোমারি রঙ তোমায় দিলাম (২)
তোমারি রঙ তোমায় দিলাম

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *