Roye Jao Amar Hoye (রয়ে যাও আমার হয়ে) Bangla Lyrics By Abdul Kader Tuhin.

 Roye Jao Amar Hoye (রয়ে যাও আমার হয়ে) Bangla Lyrics By Abdul Kader Tuhin.

Roye Jao Amar Hoye (রয়ে যাও আমার হয়ে) Bangla Lyrics By Abdul Kader Tuhin.

Song : Roye Jao Amar Hoye
Lyrics,Tune & Singer : Abdul Kader Tuhin
Music : Eemce Mihad
Language : Bangla
Label : Eemce Mihad

Roye Jao Amar Hoye Lyrics in Bengali 

আজও কি সেখানে দাড়িয়ে তুমি

নিরবে একা কেদে যাও

আজও কি আমাকে সাথে করে

কোনো কল্পনায় হারাও। (২)

রাত শেষে জোছনা এসে

নিয়ে যায় তোমায়

এখনো কি বসে বসে

ভাবছো তুমি আমায়। (২)

রয়ে যাও আমায় হয়ে

হৃদয়ে তোমার নাম।

দেখোনি কি মায়া ছিল এ মনে

ভালোবাসা তোমার প্রতি

যা ছিলো তা সবই আছে এখনো

ভালোবাসার অনুভূতি। (২)

রাত শেষে জোছনা এসে

নিয়ে যায় তোমায়

এখনো কি বসে বসে

ভাবছো তুমি আমায়। (২)

রয়ে যাও আমায় হয়ে

হৃদয়ে তোমার নাম।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *