Ruper Maiya ( রূপের মাইয়া) Bangla Lyrics By Ohornishi Team.
Ruper Maiya ( রূপের মাইয়া) Bangla Lyrics By Ohornishi Team.
Song : Ruper Maiya
Singer : Ohornishi Team
Lyrics : Traditional
Label : Ohornishi Team
Ruper Maiya Lyrics in Bengali
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে
রূপ নয়নে লাগিলো
অন্ধকারে করে আলো
মায়ার জালে বন্দি করিলে
রূপ নয়নে লাগিলো
অন্ধকারে করে আলো
মায়ার জালে বন্দি করিলে
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে
কন্ঠে তোমার এতই মধু
আমারে করিলো যাদু
একই প্রেমের গান আমায় শোনালে
কন্ঠে তোমার এতই মধু
আমারে করিলো যাদু
একই প্রেমের গান আমায় শোনালে
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে
মনে আমার ছিল আশা
যদি পাইতাম ভালবাসা
প্রেম পিপাসা মিটবে মিটাইলে
মনে আমার ছিল আশা
যদি পাইতাম ভালবাসা
প্রেম পিপাসা মিটবে মিটাইলে
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে