Sajani ( সজনী) Bangla Lyrics By Nilayan Chatterjee.
Sajani ( সজনী) Bangla Lyrics By Nilayan Chatterjee.
Song Name : Sajani
Singer : Nilayan Chatterjee
Tune & Music : Soumyadeep Subhadeep
Lyrics : Nilayan Chatterjee
Music Label : Svf Music
Star Cast : Aparajita Adhya, Kharaj Mukherjee, Paran Bandopadhyay, Ujan Chatterjee, Anusua Majumder, Madhumita Sarcar, Soham Majumdar, Aishwarya Sen, Ananya Sen And Others
Release On : 2022-12-19
Sajani Lyrics in Bengali
তোকে আগলে রাখি
আর হেলায় যাতে সময় না যায়
আগলে রাখি
এই নয়ন তোকে বড্ড হারায়
তোকে তোকে তোকে ভালোবাসবো
ও সজনী
তোকে তোকে তোকে ভালোবাসবো
আমি তোকে তোকে তোকে ভালোবাসবো
ও সজনী
তোকে তোকে তোকে ভালোবাসবো
কিসের ভালোবাসা
যদি বদ্ধ বদ্ধ না লাগে
কিসের ভালোবাসা
যদি বদ্ধ বদ্ধ না লাগে
বুক ভরা প্রত্যাশা
যদি তোকে নিয়ে না জাগে
রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো
তোকে তোকে তোকে ভালোবাসবো
ও সজনী
তোকে তোকে তোকে ভালোবাসবো
আমি তোকে তোকে তোকে ভালোবাসবো
ও সজনী
তোকে তোকে তোকে ভালোবাসবো
প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর
মন ভাঙবি হাজার বার
নাম দেব তোর ঝড়
কিসের ভালোবাসা
যদি পাগল পাগল না লাগে হে হে
কিসের ভালোবাসা
যদি পাগল পাগল না লাগে
প্রেম ভরা ওই চোখের
তলায় কালি না থাকে
শান্ত করে তোকে চিন্তা হয়ে ফিরে আসবো
তোকে তোকে তোকে ভালোবাসবো
ও সজনী
তোকে তোকে তোকে ভালোবাসবো
আমি তোকে তোকে তোকে ভালোবাসবো
ও সজনী
তোকে তোকে তোকে ভালোবাসবো