Salam Salam Hajar Salam Bangla Lyrics by Mohammed Abdul Jabba.

 Salam Salam Hajar Salam Bangla Lyrics by Mohammed Abdul Jabba.

Salam Salam Hajar Salam Bangla Lyrics by Mohammed Abdul Jabba.

Song : Salam Salam Hajar Salam

Singer : Mohammed Abdul Jabbar

Lyrics : Fazl e Khuda

Cover by : Imran Mahmudul

Salam Salam Hajar Salam Lyrics In Bengali 

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম।

মায়ের ভাষায় কথা বলাতে

স্বাধীন আশায় পথ চলাতে,

হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ

সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। 

তাদের বিজয় মরণে – 

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম।

ভাইয়ের বুকের রক্তে আজিকে

রক্ত মশাল জ্বলে দিকে দিকে,

সংগ্রামী আজ মহাজনতা

কন্ঠে তাদের নব বারতা। 

শহীদ ভাইয়ের স্মরণে – 

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম।

বাংলাদেশের লাখো বাঙালি

জয়ের নেশায় দিল রক্ত ঢালি,

আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি

ঘুচিয়ে মনের আঁধার কালি।

সকল শহীদ স্মরণে –

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *