School Khuilase Re Mawla। ইস্কুল খুইলাছে রে মাওলা Bangla Song Lyrics By Kabiyal Ramesh Shil.
School Khuilase Re Mawla। ইস্কুল খুইলাছে রে মাওলা Bangla Song Lyrics By Kabiyal Ramesh Shil.
Here We Present You With the song ‘School Khuilase Re Mawla’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Joler Gaan Band’. Lyrics Written By ‘Kabiyal Ramesh Shil‘, Music Given By ‘Kabiyal Ramesh Shil’. This song published on IPDC আমাদের গান YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song : School Khuilase Re Mawla
Performed by : Joler Gaan
Lyrics And Music : Kabiyal Ramesh Shil
DOP : Michil Saha
Agency : Creato
Production : 49Blue
Label : IPDC আমাদের গান
School Khuilase Re Mawla Song Lyrics
চলরে মন ত্বরায় যাই, বিলম্বের আর সময় নাই
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে।
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে,
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে,
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে।
আবাল বৃদ্ধ নর-নারী, করে সব হুড়াহুড়ি
নাম করে রেজিষ্টারী, ভর্তি হইতাছে,
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে।
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে,
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে।।
সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান, বুড়া
শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে,
আরে শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে,
হাইরে মাস্টার মাহিনা ছাড়া এলমেলো দুনি পড়া
মাস্টার, মাহিনা ছাড়া এলমেলো দুনি পড়া,
কাগজ, কলম, দোয়াত কালির কি দরকার আছে,
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে।।
স্বহস্তে দস্তখত দিয়াছো গোলামী খত
আলস্তু বে রব্বে কুম স্মরণ নি আছে
আলস্তু বে রব্বে কুম স্মরণ নি আছে,
কালু বালা বলে এলে, এখন কেন পাশরিলে
কালু বালা বলে এলে, এখন কেন পাশরিলে,
জবানবন্দি দিতে গেলে ঠেকবি প্যাঁচে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে।।
রমেশ বলে অবোধ মন সময় গেল অকারণ
শীয়রে সমন এসে খাড়া রয়েছে,
আরে শীয়রে সমন এসে খাড়া রয়েছে,
রমেশ বলে অবোধ মন সময় গেল অকারণ
শীয়রে সমন এসে খাড়া রয়েছে,
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লিখাও
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লিখাও,
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লিখাও
রেজিষ্টারী কবুল হতে তবে প্রাণ বাঁচে,
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে।
ইস্কুল খুইলাসে রে মাওলা, ইস্কুল খুইলাসে
স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাসে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাসে,
গাউসুল আজম মাইজভান্ডারী স্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী স্কুল খুইলাসে।।