She Bojheni Amay ( সে বোঝেনি আমায়) Bangla Lyrics By Shamiul Shezan.
She Bojheni Amay ( সে বোঝেনি আমায়) Bangla Lyrics By Shamiul Shezan.
Song : She Bojheni Amay
Vocal, Lyrics And Tune : Shamiul Shezan
Composition : Shamiul Shezan
Mix and mastered by : Shamiul Shezan
Relaise Date : 12 January 2023
She Bojheni Amay Song Lyrics In Bengali
কেউ আঁধারে রাতে আমায় খোঁজে না
হো …
কেউ বৃষ্টি এ দিনে আমায় ভাবেনা
হো …
এ দিনগুলো মন ভরে
কাছে পেতে চায় তোমাকে,
এভাবে গল্পের শেষে
দাড়িয়ে আমি আনমনে,
এ পুরোটা আকাশ জুড়ে
দেখেছি স্বপ্ন তোমায় নিয়ে,
এভাবে ভেঙ্গে যাবে আমাকে
বুঝিনি কোন ভাবেই।
আজও কি মনে পড়ে তোমার আমাকে?
খোজও কি কখনো আমায় …
এ মায়া রবে আজও
এ ছায়া রবে আজও,
শুধু হবেনা তোমাকে পাওয়া।
ভেবনা আছি আজও
প্রার্থনা রবে আজও,
ভালো থেকো তুমি সেই অজানায়।
পাবেনা আর আমায় …
কেউ মায়া ভরা চোখে আমায় ডাকে না
হো …
কেউ ধুসর এ শহরে আমায় খোঁজে না
হো …
এ পথগুলো মন ভরে
কাছে পেতে চায় তোমাকে,
এ চোখে জল বোঝে না
ভালোবাসেনি আমাকে,
এ পুরোটা আকাশ জুড়ে
আঁধার কালো মেঘে ঢেকেছে,
এভাবে শূন্য করে যাবে
ভাবিনি কোনভাবেই।
আজও কি মনে পড়ে তোমার আমাকে?
খোজও কি কখনো আমায় …
এ মায়া রবে আজও
এ ছায়া রবে আজও,
শুধু হবেনা তোমাকে পাওয়া।
ভেবনা আছি আজও
প্রার্থনা রবে আজও,
ভালো থেকো তুমি সেই অজানায়।
পাবেনা আর আমায় …
কোনো মাঝরাতে জেগে ওঠা
আকাশের আঁধারে তাকিয়ে থাকা,
মনে পড়ে হাজারো কথা
তোমার আমার মাঝে দেয়াল,
একা আনমনে হেঁটেই বেড়াই
শূন্য হয়ে আছে গোটা সকাল,
পরিশেষে সবটাই তো শেষ
তোমার আমার মাঝে দেয়াল …
এ মায়া রবে আজও
এ ছায়া রবে আজও,
শুধু হবেনা তোমাকে পাওয়া।
ভেবনা আছি আজও
প্রার্থনা রবে আজও,
ভালো থেকো তুমি সেই অজানায়।
পাবেনা আর আমায় …