Sheeter Batash ( শীতের বাতাস) Bangla Lyrics By Aseer Arman.
Sheeter Batash ( শীতের বাতাস) Bangla Lyrics By Aseer Arman.
Song : Sheeter Batash
Vocal And Music : Aseer Arman
Lyrics : Aseer Arman
Released on : 2020-07-01
Sheeter Batash Song Lyrics In Bengali
শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা,
আমায় ডোবায় স্থবির কালচে
জবুথবু রঙা বুড়িগঙ্গায়।
তখনো, সততা তোমায় আমায় ঠেলে রাখে
নিরাপদ দূরে,
দাবানলে পোড়াবনে ছাই ঢাকা চোরাপথে
তোমার জোনাকি।
জানো, হাত নিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় যেন শিউরে না ওঠো,
কবিতা ব্যাহত, নাকি কবি আহত ?
যাইহোক, তুমিতো অব্যাহত।
শোনো কবি,
তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা,
আর যাবেনা কখনো।
আ হা হা হা আ আ হা …
শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা।
মনে যদি পাবেই ভয়
ক্ষতি তবে ক্ষতি হয়ে যায়,
ত্রাণের অপচয়।
মনে যদি পাবেই ভয়
ক্ষতি তবে ক্ষতি হয়ে যায়,
ত্রাণের অপচয়।
সরস্বতী,
সে তার তানপুরাতে সুরের বৈঠা
বাইবে না আর কখনো।
আ হা হা হা আ আ হা …
শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা,
আমায় ডোবায় স্থবির কালচে
জবুথবু রঙা বুড়িগঙ্গায়।
সেই তুমি লুডুর ঘরে শুরুর প্রথম ঘর,
কেন মনে হয়,
এঁকেবেঁকে কিলবিলিয়ে
কোনমতে মনের নানান দফা।
সুঠামচিত্তে পার করে
সাপের ছোবল ঘরে হুট করে মাড়াই,
তখনো সততা তোমায় আমায়
ঠেলে রাখে নিরাপদ দূরে।
জানো, হাত নিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় যেন শিউরে না ওঠো,
কবিতা ব্যাহত, নাকি কবি আহত ?
যাইহোক, তুমিতো অব্যাহত।
শোনো কবি,
শোনো কবি,
তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা,
আর যাবেনা কখনো।
আ হা হা হা আ আ হা …
শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা,
আমায় ডোবায় স্থবির কালচে
জবুথবু রঙা বুড়িগঙ্গায়।
তখনো, সততা তোমায় আমায় ঠেলে রাখে
নিরাপদ দূরে,
দাবানলে পোড়াবনে ছাই ঢাকা চোরাপথে
তোমার জোনাকি।