Shey Amare (সেই আমারে) Bangla Lyrics By Zunayed Evan.

 Shey Amare (সেই আমারে) Bangla Lyrics By Zunayed Evan.

Shey Amare (সেই আমারে) Bangla Lyrics By Zunayed Evan.

Song : Shey Amare  

Lyrics & Tune : Zunayed Evan   

Mixed and Mastered : Sultan Rafsan Khan

Shey Amare Lyrics in Bengali 

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

কার কপালের টিপ কার কপালের টিপ

কার হয়ে যায়

চলে গিয়ে ভুল করেছে

ভুল করে সে ফুল হয়ে যায়

ভুল করে সে ফুল হয়ে যায়

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

কোন সে ভারে নুইয়ে পরে

কুয়া তলে নৌকা দোলে

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

কোন সে রাতে আঁচল নাচে

শীতের রাতে পিঠা উড়ে

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

কার কপালের টিপ কার কপালের টিপ

কার হয়ে যায়

চলে গিয়ে ভুল করেছে

ভুল করে সে ফুল হয়ে যায়

ভুল করে সে ফুল হয়ে যায়

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *