Shorir Bhalo Nei (শরীর ভালো নেই) Bangla Song Lyrics By Anupam Roy.
Shorir Bhalo Nei (শরীর ভালো নেই) Bangla Song Lyrics By Anupam Roy.
Here We Present You With the song ‘Shorir Bhalo Nei’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Anupam Roy’. Lyrics Written By Anupam Roy. This song published on Surinder Films YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song : Shorir Bhalo Nei
Film : Ardhangini
Vocal, Music & Lyrics : Anupam Roy
Arrangement & Programming : Nabarun Bose
Director : Kaushik Ganguly
Label : Surinder Films
Shorir Bhalo Nei Song Lyrics
শরীর ভালো নেই আমার
সারাদিন ওষুধ খাচ্ছি ঘরে বসে,
ভাবছি গান আর চাইছি তোমায় দেখতে।
কোথাও যেতে পারছি না
সারাদিন ঘরে বন্দী,
বিছানাতে শুয়ে পাল্টাই ফিল্টার ইন্সট্যাগ্রামের।
মেঘলা দিনের মন খারাপের
পর্দা টেনে শুই,
চোখে আলো না লাগে, যদি একটু কমে জ্বর
চোখে আলো না লাগে, মন্ত্রে পাঠাই গুপ্তচর,
আলো না লাগে, নদী কোন সাগরে যায়?
চোখে আলো না লাগে,
বোকা থার্মোমিটার জানতে চায়।।
শরীর ভালো নেই আমার
অ্যান্টিবায়োটিক অন্ধকার,
সাদা ক্যাপসুলে তাই গিলছি শুধু দিনরাত।
নিয়ম মেনে কার কী হয়?
মুছে ফেলে এ সংশয়,
পাঠাচ্ছি মেসেজ কেমন আছো বলো?
মেঘলা দিনের মন খারাপের
পর্দা টেনে শুই,
চোখে আলো না লাগে, যদি একটু কমে জ্বর
চোখে আলো না লাগে, মন্ত্রে পাঠাই গুপ্তচর,
আলো না লাগে, নদী কোন সাগরে যায়?
চোখে আলো না লাগে,
বোকা থার্মোমিটার জানতে চায়।।