Sobai Kosto Dilo (সবাই কষ্ট দিলো) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Sobai Kosto Dilo (সবাই কষ্ট দিলো) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Sobai Kosto Dilo
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Alex Abdus Salam
Tune : Atif Ahmed Niloy
Music : Din Islam Sharuk
Label : Samsul Official
Sobai Kosto Dilo Bangla Lyrics
হায়রে হায়রে হায়
বন্ধু বিনে পরান চইলা যায়
হায়রে হায়রে হায়
বন্ধু বিনে পরান চইলা যায়
কলিজাটা গেলো পুরে
সুখ পাখিটা গেল উড়ে
কলিজাটা গেলো পুরে
সুখ পাখিটা গেল উড়ে
মইরা গেলেও দেখার কেহ নাই
হায়রে হায়রে হায়
বন্ধু বিনে পরান চইলা যায়
হায়রে হায়রে হায়
বন্ধু বিনে পরান চইলা যায়
মনের ব্যাথা মনেই আছে
যায়না কাউরে বলা
হাসি মুখে পরাই গেল
গলায় কাটার মালা
মনের ব্যাথা মনেই আছে
যায়না কাউরে বলা
হাসি মুখে পরাই গেল
গলায় কাটার মালা রে
গলায় কাটার মালা
কলিজাতে আঘাত কইরা
আমারে জেন্ত্য মাইরা
কাটা ঘায়ে আবার নুন ছিটা
হায়রে হায়রে হায়
বন্ধু বিনে পরান চইলা যায়
হায়রে হায়রে হায়
বন্ধু বিনে পরান চইলা যায়
রাতের সব তারা গুলো
আমার সাথে জাগে
সবাইতো কষ্ট দিলো
কেউ নিলো না ভাগে
কেউ নিলো না ভাগে
রাতের সব তারা গুলো
আমার সাথে জাগে
সবাইতো কষ্ট দিলো
কেউ নিলো না ভাগে রে
কেউ নিলো না ভাগে
আপন মানুষ পর করিল
সুখ পাখিটা উড়ে গেল
বাচবো আমি কোন
সুখের আশায়
হায়রে হায়রে হায়
বন্ধু বিনে পরান চইলা যায়
হায়রে হায়রে হায়
বন্ধু বিনে পরান চইলা যায়।।