Sohoj Manush(সহজ মানুষ) Bangla Lyrics By Beauty

Sohoj Manush(সহজ মানুষ) Bangla Lyrics By Beauty

Song : Sohoj Manush

Vocal : Beauty 

Lyrics : Lalon Shah 

Label : IPDC আমাদের গান 

Sohoj Manush Bangla Lyrics  

সহজ মানুষ ভজে দেখনারে 

মন দিব্যজ্ঞানে

সহজ মানুষ ভজে দেখনারে 

মন দিব্যজ্ঞানে

পাবিরে অমূল্য নিধি

পাবিরে অমূল্য নিধি বর্তমানে

পাবি বর্তমানে 

সহজ মানুষ ভজে দেখনারে 

মন দিব্যজ্ঞানে

ভজ মানুষের চরণ দুটি

নিত্য বস্তু হবে খাঁটি

ভজ মানুষের চরণ দুটি

নিত্য বস্তু হবে খাঁটি

ওগো মরিলে সব হবে মাটি

মরিলে সব হবে মাটি

ত্বরায় এই ভেদ লও জেনে

ত্বরায় এই ভেদ লও জেনে

সহজ মানুষ ভজে দেখনারে

 মন দিব্যজ্ঞানে

শুনি ম’লে পাবো বেহেস্তখানা

তা শুনে তো মন মানে না

শুনি ম’লে পাবো বেহেস্তখানা

তা শুনে তো মন মানে না

ওগো বাকির লোভে নগদ পাওনা

বাকির লোভে নগদ পাওনা

কে ছাড়ে এই ভুবনে

কে ছাড়ে এই ভুবনে

সহজ মানুষ ভজে দেখনারে

 মন দিব্যজ্ঞানে

আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা

জানতে হয় নামাজের বেনা

আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা

জানতে হয় নামাজের বেনা

বিশ্বাসীদের দেখাশুনা

বিশ্বাসীদের দেখাশুনা

লালন কয় এই ভুবনে

লালন কয় এই ভুবনে।।

Sohoj Manush Bangla Lyrics  

Sohoj manus voje dekh nare

Mon dibbogane

Sohoj manus voje dekh nare

Mon dibbogane

Pabi re omullo nidhi

Pabi re omullo nidhi bortomane

Pabi bortomane

Vojo manuser coron duti

Nitto bostu hobe khati

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *