Sokhi Amar ( সখি আমার) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Sokhi Amar ( সখি আমার) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Sokhi Amar
Vocal : Atif Ahmed Niloy
Lyrics : Ornob Foysal
Tune : Rammi Khan
Label : Samsul Official
Sokhi Amar Bangla Lyrics
দূর থেকে তোমার
চলে যাওয়া
দেখেছি আজ আমি
বিয়ের সাজে অন্যের পাশে
মানিয়েছো তুমি
দূর থেকে তোমার
চলে যাওয়া
দেখেছি আজ আমি
বিয়ের সাজে অন্যের পাশে
মানিয়েছো তুমি
সখি আমার আজ রাতেই
হইবা অন্য জনার
সখি আমার আজ রাতেই
হইবা অন্য জনার
ও রঙিন সাজে
অন্যের পাশে
থাকবা যে তুমি
ভাবতেই জলে
চোখ ভিজে যায়
থাকবো কেমনে আমি
ও রঙিন সাজে
অন্যের পাশে
থাকবা যে তুমি
ভাবতেই জলে
চোখ ভিজে যায়
থাকবো কেমনে আমি
কারে তুমি আজ
থেকে বলবা ভালোবাসি
কার চোখেতে চোখ রাখিয়া
দিবা হাসি
সখি আমার আজ রাতেই
হইবা অন্য জনার
সখি আমার আজ রাতেই
হইবা অন্য জনার
সখি আমার আজ রাতেই
হইবা অন্য জনার
সখি আমার আজ রাতেই
হইবা অন্য জনার।
Sokhi Amar Bangla Lyrics
Dur theke tomar
Cole jaoya
Dekhechi aj ami
Biyer saje onner pashe
Maniyeco tumi
Sokhi amar aj raite
Hoiba onno jonar
O rongin saje
Onner pashe
Thakba je tumi
Vabtei jole
cokhe vije jay
Thakbo kemone ami