Sokhi Go Ami Kemne Badbo Ghor(সখিগো আমি কেমনে বাধবো ঘর) Bangla Lyrics By Shohag Vai.
Sokhi Go Ami Kemne Badbo Ghor(সখিগো আমি কেমনে বাধবো ঘর) Bangla Lyrics By Shohag Vai
Song : Sokhi Go Ami Kemne Badbo Ghor
Vocal : Shohag Vai
Lyrics : Shohag Vai
Label : Shohag Vai Official
Sokhi Go Ami Kemne Badbo Ghor Bangla Lyrics
ঘরে তালা ঝুলতে আছে
পেটে পরলো বাধ,
চাউলের কেজি পঞ্চাশ টাকা
কেমনে কাটে রাত,
ঘরে তালা ঝুলতে আছে
পেটে পরলো বাধ,
চাউলের কেজি পঞ্চাশ টাকা
কেমনে কাটে রাত,
বেশি টাকায় তেল কিন্না
বেশি টাকায় তেল কিন্না,
সুখ পাইলাম না,
সখিগো আমি কেমনে বাধবো ঘর
আশি টাকার সয়াবিন
এখন দুইশো টাকা দর,
সখিগো আমি কেমনে বাধবো ঘর
আশি টাকার সয়াবিন
এখন দুইশো টাকা দর,
এক জাতের নারী আছে শুধু তেল দেয়
দিন শেষে জামাইর হাতে তারাই মাইর খায়,
এক জাতের নারী আছে শুধু তেল দেয়
দিন শেষে জামাইর হাতে তারাই মাইর খায়
সখিগো আমি কেমনে বাধবো ঘর
আশি টাকার সয়াবিন
এখন দুইশো টাকা দর,
সখিগো আমি কেমনে বাধবো ঘর
আশি টাকার সয়াবিন
এখন দুইশো টাকা দর,
যেই তেল দিয়া গোস্ত রানছো,
সেই তেলেরো দাম,
শুনলে মাথায় রক্ত ওঠে
পরে পায়ে ঘাম,
যেই তেল দিয়া সুটকী রানছো,
সেই তেলেরো দাম,
শুনলে মাথায় রক্ত ওঠে
পরে পায়ে ঘাম,
সখিগো আমি কেমনে বাধবো ঘর
আশি টাকার সয়াবিন
এখন দুইশো টাকা দর,
সখিগো আমি কেমনে বাধবো ঘর
আশি টাকার সয়াবিন
এখন দুইশো টাকা দর,
ঘরে তালা ঝুলতে আছে
পেটে পরলো বাধ,
চাউলের কেজি পঞ্চাশ টাকা
কেমনে কাটে রাত,
ঘরে তালা ঝুলতে আছে
পেটে পরলো বাধ,
চাউলের কেজি পঞ্চাশ টাকা
কেমনে কাটে রাত,
বেশি টাকায় তেল কিন্না
বেশি টাকায় তেল কিন্না,
সুখ পাইলাম না,
সখিগো আমি কেমনে বাধবো ঘর
আশি টাকার সয়াবিন
এখন দুইশো টাকা দর,
সখিগো আমি কেমনে বাধবো ঘর
আশি টাকার সয়াবিন
এখন দুইশো টাকা দর।।
Sokhi Go Ami Kemne Badbo Ghor Bangla Lyrics
Ghore tala jhulte ache
Pete porlo bad
Cauler keji ponchas taka
Kemne kate rat
Besi takay tel kinna
Sukh pailam na
Sokhi go ami kemne badbo ghor
Asi takar soyabin ekhon
Duiso taka dam.