Sona Bondhe Amare(সোনা বন্ধে আমারে) Bangla Lyrics By Hason Raja

Sona Bondhe Amare(সোনা বন্ধে আমারে) Bangla Lyrics By Hason Raja

Song : Sona Bondhe Amare

Vocal : Hason Raja

Lyrics : Hason Raja

Sona Bondhe Amare Bangla Lyrics 

সোনা বন্ধে আমারে

দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে পাগল করিলো

আরে না জানি কি মন্ত্র পরে জাদু করিল

সোনা বন্ধে

ও সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে পাগল করিলো

রুপের ঝলক দেখিয়া

তার আমি হইলাম ফানা

রুপের ঝলক দেখিয়া তার

আমি হইলাম ফানা

সে অবধি লাগলো আমার

শ্যাম পিরিতের টানা

আর সে অবধি লাগলো আমার

শ্যাম পিরিতের টানা

সোনা বন্ধে

ও সোনা বন্ধে আমারে

দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে পাগল করিলো

হাসন রাজা হইলো পাগল

লোকের হইলো জানা

হাসন রাজা হইলো পাগল

লোকের হইলো জানা

নাচে নাচে ফালায় ফালায়

আর গায় গানা

আরে নাচে নাচে ফালায় ফালায়

আর গায় গানা

সোনা বন্ধে

ও সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে পাগল করিলো

মুখ চাহিয়া হাঁসে আমার

যত আরি পারি

মুখ চাহিয়া হাঁসে আমার

যত আরি পারি

দেখিয়াছি বন্ধের রুপ

ভুলিতে না পারি

আরে দেখিয়াছি বন্ধের রুপ

ভুলিতে না পারি

সোনা বন্ধে

ওসোনা বন্ধে আমারে

দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে পাগল করিলো

না জানি কি মন্ত্র পরে জাদু করিল

সোনা বন্ধে

ও সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে পাগল করিলো।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *