Sona Bondhure ( সোনা বন্ধুরে) Bangla Lyrics By Saif Zohan.
Sona Bondhure ( সোনা বন্ধুরে) Bangla Lyrics By Saif Zohan.
Song : Sona Bondhure
Singer : Saif Zohan
Lyrics & Tune : Hemango Biswas
Music : Shovon Roy
Sona Bondhure Song Lyrics
সোনা বন্ধুরে,
আমি তোমার নাম লইয়া কান্দি,
সোনা বন্ধুরে,
আমি তোমার নাম লইয়া কান্দি।
গগণেতে ডাকে দেয়া
আসমান হইল আন্ধিরে বন্ধু,
আমি তোমার নাম লইয়া কান্দি।
.
তোমার বাড়ি আমার বাড়ি
মধ্যে সুর নদী,
সেই নদীকে মনে হইলো,
অকুল জলধি রে বন্ধু,
আমি তোমার নাম লইয়া কান্দি।
.
উইড়া যায় রে চকুয়ার পঙ্খী
পইড়া রইলো ছায়া,
কোন পরাণে বিদেশে রইলা
ভুলি দেশের মায়া রে বন্ধু,
আমি তোমার নাম লইয়া কান্দি।
সোনা বন্ধুরে,
আমি তোমার নাম লইয়া কান্দি।