Sona Re Sona Bangla Lyrics By Sadhana Sargam.
Sona Re Sona Bangla Lyrics By Sadhana Sargam.
Song Name : Sona Re Sona
গান : সোনা রে সোনা
Singer(s) : Sadhana Sargam
Tune / Music : Biplab Roy
Lyricist : Ashok Raj
Music Label : Saregama India Ltd
Star Cast : Hiran, Labani Sarkar, Sandhya Roy, Ranjit Mallick and Others
Release On : 2009-04-30
Sona Re Sona Lyrics in Bengali
হুঁ হুঁ হুঁ আ আ আ আ
সোনা রে সোনা চাঁদের কণা
স্বপ্ন নিয়ে তোকে কেনা
চোখের তারা তুই যে আমার
হাজার তারার কল্পনা
তোকে যে দেখে মন হারায়
বুকের জ্বালা জুড়ায়
আয় রে সোনা আয় রে
ওরে ও মানিক আমার
থাক না রে বুকে আমার
আয় রে কাছে আয় রে
(সোনা রে ও সোনা আমার সোনা) – ২
(ছোট ছোট পায়ে চলতে শেখা
তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা) – ২
(এই আশাকেই বাঁধব বুকে
তুই যে আমার ভালবাসা) – ২
(সোনা রে ও সোনা আমার সোনা) – ২
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
(তোকে দেখে বারে বারে কেন মনে হয়
আঁধারের শেষে হলো সূর্য উদয়) – ২
(তোকে ঘিরে জীবন ভরে
তাই তো আমার অনেক আশা) – ২
(সোনা রে ও সোনা আমার সোনা) – ৪