Srabonero Gogonero Gaay ( শ্রাবণের গগনের গায়) Bangla Lyrics By Jayati Chakraborty.
Srabonero Gogonero Gaay ( শ্রাবণের গগনের গায়) Bangla Lyrics By Jayati Chakraborty.
Song : Srabonero Gogonero Gaay
Singer : Jayati Chakraborty
Lyrics : Rabindranath Tagore
Parjaay : Prakriti-130
Upa-parjaay : Borsha-105
Raag : Megh-Malhar
Taal : Tritaal
Srabonero Gogonero Gaay Lyrics In Bengali
শ্রাবণের গগনের গায়
বিদ্যুৎ চমকিয়া যায়,
ক্ষণে ক্ষণে ..
শর্বরী শিহরিয়া ওঠে হায়,
শ্রাবণের গগনের গায়।
তেমনি তোমার বাণী
মর্মতলে যায় হানি,
তেমনি তোমার বাণী
মর্মতলে যায় হানি,
সঙ্গোপনে ..
ধৈরজ যায় যে টুটে, হায়
শ্রাবণের গগনের গায়।
যেমন বরষাধারায়
অরণ্য আপনা হারায়,
যেমন বরষাধারায়
অরণ্য আপনা হারায়,
বারে বারে ..
ঘন রস-আবরণে।
তেমনি তোমার স্মৃতি
ঢেকে ফেলে মোর গীতি,
তেমনি তোমার স্মৃতি
ঢেকে ফেলে মোর গীতি,
নিবিড় ধারে ..
আনন্দ-বরিষণে হায়,
শ্রাবণেরও গগনেরও গায়
বিদ্যুৎ চমকিয়া যায়,
ক্ষণে ক্ষণে ..
শর্বরী শিহরিয়া ওঠে হায়,
শ্রাবণের গগনের গায়।