Srabono Shondhay ( শ্রাবন সন্ধ্যায়) Bangla Lyrics By Mahtim Shakib.

Srabono Shondhay ( শ্রাবন সন্ধ্যায়) Bangla Lyrics By Mahtim Shakib.

Srabono Shondhay ( শ্রাবন সন্ধ্যায়) Bangla Lyrics By Mahtim Shakib.

 Here We Present You With the song ‘Srabono Shondhay’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Mahtim Shakib’. Lyrics Written By ‘Siam Sarker Jan‘,. Hope You Will Enjoy The Song. 

Song : Srabono Shondhay

Vocal : Mahtim Shakib

Lyrics & Tune : Siam Sarker Jan

Composition : Shovon Roy

Acoustic Guitar : Dipu

Classical Guitar : Nipu

Edit N Color : Rafsaan Chowdhury

Srabono Shondhay Song Lyrics 

তুমি এসো মেয়ে 

এ শ্রাবন সন্ধ্যায়, 

আমার উদাসী মন চায় আরও কাছে যেতে 

তুমি এসো মেয়ে। 

তুমি এসো মেয়ে 

এ শ্রাবন সন্ধ্যায়, 

আমার উদাসী মন চায় আরও কাছে যেতে 

তুমি এসো মেয়ে।। 

আমি জনম জনম তোমারই ছিলাম 

জনম জনম তোমারই রবো,

প্রসন্ন বা বিষন্ন কণ্ঠে 

ভালোবাসি বলে যাবো। 

এ শ্রাবন সন্ধ্যায়, 

আমার উদাসী মন চায় আরও কাছে যেতে 

তুমি এসো মেয়ে।। 

আমি তোমার নামে লিখেছি জীবন 

তুমি শত সুখেরই পবন,

হারিয়ে যাওয়ার খোলা জানালা

এক জীবনে এতটা আপন। 

এ শ্রাবন সন্ধ্যায়, 

আমার উদাসী মন চায় আরও কাছে যেতে 

তুমি এসো মেয়ে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *