Sudhu Tui Nei Bole (শুধু তুই নেই বলে) Bangla Lyrics By Samz Vai.
Sudhu Tui Nei Bole (শুধু তুই নেই বলে) Bangla Lyrics By Samz Vai.
Song : Sudhu Tui Nei Bole
Singer : Samz Vai
Lyrics : Prosenjit Mondol
Tune & Music : Amit Kar
Label : Agneeva
Sudhu Tui Nei Bole Bangla Lyrics
বুকে ব্যাথা চোখে জল
নিয়ে কতো বল
করে যাব নিজের সাথে
ভালো থাকার ছল
বুকে ব্যাথা চোখে জল
নিয়ে কতো বল
করে যাব নিজের সাথে
ভালো থাকার ছল
শুধু তুই নেই বলে
বুকের গভীর তলে
শুধু তুই নেই বলে
কষ্টের আগুন জলে
মন কাদে নিরবে আমার
হয়তো জানেনা কেউ
আমি জানি আমি ভালো নেই
ব্যাথা বারে সৃতিগুলো মনে পরলেই
হয়তো জানেনা কেউ
আমি জানি আমি ভালো নেই
ব্যাথা বারে সৃতিগুলো মনে পরলেই
তোর অভাবে এ হৃদয়ে
বড় হাহাকার
শুধু তুই নেই বলে
বুকের গভীর তলে
শুধু তুই নেই বলে
কষ্টের আগুন জলে
মন কাদে নিরবে আমার
সপ্নেরা মৃতপ্রায় আশাহত
হয়ে গেছে মন
বাচতে জীবনে তোকে
ছিলো প্রয়োজন
সপ্নেরা মৃতপ্রায় আশাহত
হয়ে গেছে মন
বাচতে জীবনে তোকে
ছিলো প্রয়োজন
সব ভুলে তুই যদি
আসতি আবার
শুধু তুই নেই বলে
বুকের গভীর তলে
শুধু তুই নেই বলে
কষ্টের আগুন জলে
মন কাদে নিরবে আমার।।