Sudhu Tumi সুধু তুমি Bangla Lyrics By Porshi And Arpan Karmakar.
Sudhu Tumi সুধু তুমি Bangla Lyrics By Porshi And Arpan Karmakar.
Song : Sudhu Tumi
Drama : Love Station
Singer : Porshi And Arpan Karmakar
Lyrics : Jayanta Biswas
Composer : Arpan Karmakar
Guitar : Sunny Karmakar
Mix Master : Antariip
Script And Direction : Mohidul Mohim
DOP : Kamrul Islam Shubho
Screenplay : Mohidul Mohim And Sohail Rahman
Producer : Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment
Produced and Distributed by : Sultan Entertainment
Sudhu Tumi Lyrics In Bengali
খুঁজেছো কি তুমি আমাকে
ভালোবেসে ওই নীল তারায়,
তোমাকে ভেবে সারাক্ষন
মনে আঁকি এই রূপকথা।
তুমিও কি নিমেষে
মিশে যাবে শুধু ভালোবেসে ?
তোমারই মনের এক কোনে
আমিও আছি আনমনে।
কেন মন চলে যায়
তোমারই ঠিকানায়,
আমার স্বপ্নে তাই শুধু তুমি।
কেন ঘুম ভেঙে যায়
চোখেরই কিনারায়,
আমার স্বপ্নে তাই শুধু তুমি।
তোমার কথা ভেবে রাত্রি কেটে যাবে
চুপি চুপি আড়ালে,
আ.. চোখে চোখে কথা এ যেন ভালোবাসা
তোমারই ছোঁয়া পেলে।
কেন মন চলে যায়
তোমারই ঠিকানায়,
আমার স্বপ্নে তাই শুধু তুমি।
কেন ঘুম ভেঙে যায়
চোখেরই কিনারায়,
আমার স্বপ্নে তাই শুধু তুমি।
আ.. হা… শুধু তুমি, শুধু তুমি।