Sundori Re ( সুন্দরী রে) Bangla Lyrics By Akash Mahmud.

Sundori Re ( সুন্দরী রে) Bangla Lyrics By Akash Mahmud.

Sundori Re ( সুন্দরী রে) Bangla Lyrics By Akash Mahmud.


Song : Sundori Re

Singer : Akash Mahmud & Mohua Muna

Lyric : Syed Dulal

Tune : MD Tipu Sultan & Akash Mahmud

Music : Akash Mahmud

Mix Master : Ashique Mahmud 

Cast : Akash Mahmud & Mohua Muna 

DOP,  Edit & Color : Ashique Mahmud 

Choreographer : Gourov Gogo

Director : Ashique Mahmud 

Sundori Re Song Lyrics 

বন্ধু ভ্রমরা রে, 

বন্ধু ভ্রমরা রে, রসের বনমালী

কোন কাননে তুমি আমার ফোটা ফুলের অলি

বন্ধু ভ্রমরা রে

সখী সুন্দরী রে, 

সখী সুন্দরী রে, নয়ারি গড়ান

আদর সোহাগে আমার বইরাছো পরান

সখী সুন্দরী রে, সুন্দরী রে

আখের হলে নলক তুমি, কানের হলে দুল

গলার হলে গজমতি, খোপার হলে ফুল

আঙ্গুলেরও আংটি তুমি, অঙ্গে জড়িয়ে জামা

অন্তরের আত্মিয় তুমি, আমার প্রেমো নামা

সখী সুন্দরী রে, 

বন্ধু ভ্রমরা রে, রসের বনমালী

কোন কাননে তুমি আমার ফোটা ফুলের অলি

বন্ধু ভ্রমরা রে, সুন্দরী রে

হাতের হলে বালা তুমি, কপালেরও টিপ

কোমরেরও বিচা তুমি, প্রেমেরও প্রদিপ

হাতের হলে বাশি তুমি, কন্ঠের হলে সুর

কাদের হলে গামছা তুমি, মাথার হলে চুল

বন্ধু ভ্রমরা রে, 

বন্ধু ভ্রমরা রে, রসের বনমালী

কোন কাননে তুমি আমার ফোটা ফুলের অলি

বন্ধু ভ্রমরা রে

আউলা কেশের ক্লিপ তুমি, হৃদয়ের মুকুট

নয়নেরও কাজল তুমি, নিশিতের দুপুর

মুখের হলে হাসি তুমি, মুঠেরও রুমাল

আত্মারও কুটুম আমার, কইছেও দুলাল

সখী সুন্দরী রে, 

বন্ধু ভ্রমরা রে, রসের বনমালী

কোন কাননে তুমি আমার ফোটা ফুলের অলি

বন্ধু ভ্রমরা রে, ভ্রমরা রে

ও সখী সুন্দরী রে, 

সখী সুন্দরী রে, নয়ারি গড়ান

আদর সোহাগে আমার বইরাছো পরান

সখী সুন্দরী রে, ভ্রমরা রে

সুন্দরী রে, ভ্রমরা রে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *