Swadesh Bidesh Uchali Uthiche ( স্বদেশ বিদেশ উছলি উঠিছে) Bangla Lyrics By Swami Sarvagananda Maharaj.

 Swadesh Bidesh Uchali Uthiche ( স্বদেশ বিদেশ উছলি উঠিছে) Bangla Lyrics By Swami Sarvagananda Maharaj.

Swadesh Bidesh Uchali Uthiche ( স্বদেশ বিদেশ উছলি উঠিছে) Bangla Lyrics By Swami Sarvagananda Maharaj.

Song: Swadesh Bidesh Uchali Uthiche 

Singer: Swami Sarvagananda Maharaj

Swadesh Bidesh Uchali Uthiche Lyrics In Bengali

স্বদেশ বিদেশ উছলি উঠিছে

তোমার নবীন তন্ত্র

আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে

তোমার মোহন মন্ত্র

স্বদেশ বিদেশ উছলি উঠিছে

তোমার নবীন তন্ত্র

আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে

তোমার মোহন মন্ত্র

নন্দিত ধরা মন্দির মাঝে

ধর্মের স্রক্ গন্ধ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

অরুণ কিরণ উছলি উঠিল

উদিলে যে দিন বঙ্গে

স্বরগ করিল সুরভি বৃষ্টি

বরষি আশিস সঙ্গে

অরুণ কিরণ উছলি উঠিল

উদিলে যে দিন বঙ্গে

স্বরগ করিল সুরভি বৃষ্টি

বরষি আশিস সঙ্গে

প্রেমের পুণ্য প্রবাহে

সাজিল গৌর নিত্যানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

দ্যুলোকের ছবি হেরিলে

পুলকে গুরুর চরণ তলে

আর্তের সেবা মর্তে আনিলে

ভাসিয়া নয়ন জলে

দ্যুলোকের ছবি হেরিলে

পুলকে গুরুর চরণ তলে

আর্তের সেবা মর্তে আনিলে

ভাসিয়া নয়ন জলে

বিশ্ব প্রেমের বিকশিত

খনি চিত্তে হরষানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

ভুধরে সাগরে গহনে কাননে

জাপিলে কত না নিশি

তুষার হিমানী গিরি কন্দরে

ভ্রমিলে কত না দিশি

ভুধরে সাগরে গহনে কাননে

জাপিলে কত না নিশি

তুষার হিমানী গিরি কন্দরে

ভ্রমিলে কত না দিশি

অঙ্কুর পুনঃ শঙ্কর জ্ঞান

শাক্যের ত্যাগানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

জ্ঞানের গরিমা গৌরব

গান ভারত মর্মবানী

পাশ্চাত্য সেথা বেদান্ত

গাথা শুনি বিস্ময় মানি

জ্ঞানের গরিমা গৌরব

গান ভারত মর্মবানী

পাশ্চাত্য সেথা বেদান্ত

গাথা শুনি বিস্ময় মানি

স্নিগ্ধভাবের শক্তি মাধুরী

মুগ্ধ নূতন ছন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

শিকাগো সঙ্ঘে সঙ্গীত

তব শীর্ষে উঠিল ভাসি

শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব

শুনিল প্রাসাদবাসী

শিকাগো সঙ্ঘে সঙ্গীত

তব শীর্ষে উঠিল ভাসি

শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব

শুনিল প্রাসাদবাসী

সৃজিলে শ্রীমঠ কুঞ্জকুটির

তীর্থ মুখরাবৃন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

মোদের বিবেকানন্দ

তুমি গো বিশ্ব বিবেকানন্দ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *