Swadesh Bidesh Uchali Uthiche ( স্বদেশ বিদেশ উছলি উঠিছে) Bangla Lyrics By Swami Sarvagananda Maharaj.
Swadesh Bidesh Uchali Uthiche ( স্বদেশ বিদেশ উছলি উঠিছে) Bangla Lyrics By Swami Sarvagananda Maharaj.
Song: Swadesh Bidesh Uchali Uthiche
Singer: Swami Sarvagananda Maharaj
Swadesh Bidesh Uchali Uthiche Lyrics In Bengali
স্বদেশ বিদেশ উছলি উঠিছে
তোমার নবীন তন্ত্র
আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে
তোমার মোহন মন্ত্র
স্বদেশ বিদেশ উছলি উঠিছে
তোমার নবীন তন্ত্র
আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে
তোমার মোহন মন্ত্র
নন্দিত ধরা মন্দির মাঝে
ধর্মের স্রক্ গন্ধ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
অরুণ কিরণ উছলি উঠিল
উদিলে যে দিন বঙ্গে
স্বরগ করিল সুরভি বৃষ্টি
বরষি আশিস সঙ্গে
অরুণ কিরণ উছলি উঠিল
উদিলে যে দিন বঙ্গে
স্বরগ করিল সুরভি বৃষ্টি
বরষি আশিস সঙ্গে
প্রেমের পুণ্য প্রবাহে
সাজিল গৌর নিত্যানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
দ্যুলোকের ছবি হেরিলে
পুলকে গুরুর চরণ তলে
আর্তের সেবা মর্তে আনিলে
ভাসিয়া নয়ন জলে
দ্যুলোকের ছবি হেরিলে
পুলকে গুরুর চরণ তলে
আর্তের সেবা মর্তে আনিলে
ভাসিয়া নয়ন জলে
বিশ্ব প্রেমের বিকশিত
খনি চিত্তে হরষানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
ভুধরে সাগরে গহনে কাননে
জাপিলে কত না নিশি
তুষার হিমানী গিরি কন্দরে
ভ্রমিলে কত না দিশি
ভুধরে সাগরে গহনে কাননে
জাপিলে কত না নিশি
তুষার হিমানী গিরি কন্দরে
ভ্রমিলে কত না দিশি
অঙ্কুর পুনঃ শঙ্কর জ্ঞান
শাক্যের ত্যাগানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
জ্ঞানের গরিমা গৌরব
গান ভারত মর্মবানী
পাশ্চাত্য সেথা বেদান্ত
গাথা শুনি বিস্ময় মানি
জ্ঞানের গরিমা গৌরব
গান ভারত মর্মবানী
পাশ্চাত্য সেথা বেদান্ত
গাথা শুনি বিস্ময় মানি
স্নিগ্ধভাবের শক্তি মাধুরী
মুগ্ধ নূতন ছন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
শিকাগো সঙ্ঘে সঙ্গীত
তব শীর্ষে উঠিল ভাসি
শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব
শুনিল প্রাসাদবাসী
শিকাগো সঙ্ঘে সঙ্গীত
তব শীর্ষে উঠিল ভাসি
শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব
শুনিল প্রাসাদবাসী
সৃজিলে শ্রীমঠ কুঞ্জকুটির
তীর্থ মুখরাবৃন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ
মোদের বিবেকানন্দ
তুমি গো বিশ্ব বিবেকানন্দ