Swadesh Montro ( সদেস মন্ত্র) Bangla Poem Lyrics By Swami Vivekananda.

 Swadesh Montro ( সদেস মন্ত্র) Bangla Poem Lyrics By Swami Vivekananda.

Swadesh Montro ( সদেস মন্ত্র) Bangla Poem Lyrics By Swami Vivekananda.

Poem Name : Swadesh Montro

Writer : Swami Vivekananda

Recited by : Paromita Chakraborty

Swadesh Montro Poem Lyrics In Bengali 

হে ভারত, 

এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, 

এই দাসসুলভ দুর্বলতা

এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা,

এই মাত্র সম্বলে 

তুমি উচ্চাধিকার লাভ করিবে ? 

এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে 

তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে ?

হে ভারত, 

ভুলিও না – 

তোমার নারীজাতির আদর্শ 

সীতা, সাবিত্রী, দময়ন্তী। 

ভুলিও না – 

তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। 

ভুলিও না – 

তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন 

ইন্দ্রিয়সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। 

ভুলিও না – 

তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলিপ্রদত্ত। 

ভুলিও না – 

তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাত্র।

ভুলিও না – 

নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, 

মেথর তোমার রক্ত, তোমার ভাই। 

হে বীর, সাহস অবলম্বন করো 

সদর্পে বলো – আমি ভারতবাসী, 

ভারতবাসী আমার ভাই।

বলো – 

মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, 

ব্রাহ্মণ ভারতবাসী, 

চন্ডাল ভারতবাসী আমার ভাই। 

তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া 

সদর্পে ডাকিয়া বলো – 

ভারতবাসী আমার ভাই, 

ভারতবাসী আমার প্রাণ, 

ভারতের দেবদেবী আমার ঈশ্বর,

ভারতের সমাজ আমার শিশুশয্যা, 

আমার যৌবনের উপবন, 

আমার বার্ধক্যের বারাণসী। 

বলো ভাই – 

ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, 

ভারতের কল্যাণ আমার কল্যাণ।

আর বলো – 

দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, 

আমায় মনুষত্ব দাও, 

মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূ্র করো,

আমায় মানুষ করো

আমায় মানুষ করো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *