Takei Bole Bhalobasa ( তাকেই বলে ভালোবাসা) Bangla Lyrics By Toshi Kaur & Babul Supriyo.
Takei Bole Bhalobasa ( তাকেই বলে ভালোবাসা) Bangla Lyrics By Toshi Kaur & Babul Supriyo.
Song Name : Takei Bole Bhalobasa
Singer : Toshi Kaur & Babul Supriyo
Tune & Music : Babul Bose
Lyrics : Gautam Sushmit
Music Label : Surinder Films
Star Cast : Mithun Chakraborty, Rachna Banerjee, Jisshu Sengupta
Release On : 2003-05-02
Takei Bole Bhalobasa Lyrics in Bengali
পলকের দেখাতে
কিছু ভালো লাগাতে
যার হাঁসি মনে গেথে যায়
এ মন শুধু তাকে পেতে চায়
এ মন শুধু তাকে পেতে চায়
পলকের দেখাতে
কিছু ভালো লাগাতে
যার হাঁসি মনে গেথে যায়
এ মন শুধু তাকে পেতে চায়
এ মন শুধু তাকে পেতে চায়
প্রথম যখন কাউকে দেখে
প্রথম যখন কাউকে দেখে
মনেতে জাগে যে আশা
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা
এ পলকের দেখাতে
কিছু ভালো লাগাতে
যার হাঁসি মনে গেথে যায়
এ মন শুধু তাকে পেতে চায়
এ মন শুধু তাকে পেতে চায়
প্রথম যখন কাউকে দেখে
প্রথম যখন কাউকে দেখে
মনেতে জাগে যে আশা
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা
মনে মনে কথা বলা
পাশা পাশি থেকে পথ চলা
দিনে কাজে রাতে ঘুম
সবই উড়ে যায়
মনে মনে কথা বলা
পাশা পাশি থেকে পথ চলা
দিনে কাজে রাতে ঘুম
সবই উড়ে যায়
হৃদয় জুড়ে চুপি চুপি
হৃদয় জুড়ে চুপি চুপি
মনেতে বাধে যে বাসা
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা
বুঝেও কেন এ মন বোঝে না
মনের শাসন মন শোনে না
সারাদিন সারারাত একই পায়না
বুঝেও কেন এ মন বোঝে না
মনের শাসন মন শোনে না
সারাদিন সারারাত একই পায়না
কখন যাবো কাছে পাবো
কখন যাবো কাছে পাবো
বড়ব দু চোখের ভাষায়
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা
পলকের দেখাতে
কিছু ভালো লাগাতে
যার হাঁসি মনে গেথে যায়
এ মন শুধু তাকে পেতে চায়
এ মন শুধু তাকে পেতে চায়
প্রথম যখন কাউকে দেখে
প্রথম যখন কাউকে দেখে
মনেতে জাগে যে আশা
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা
তাকেই বলে ভালোবাসা