Tar Dekha Na Peye Bangla Lyrics By Minar Rahman.

 Tar Dekha Na Peye Bangla Lyrics By Minar Rahman. 

Tar Dekha Na Peye Bangla Lyrics By Minar Rahman.

Song : Tar Dekha Na peye

Drama : Kothay Khuji Tare

Singer : Minar Rahman

Lyrics : M A Alam Shuvo 

Music : Rezwan Seikh

Direction : Mahmud Mahin

Producer : Tanvir Mahmood 

Label : Sultan Entertainment

Tar Dekha Na Peye Lyrics In Bengali 

ব্যথার সমুদ্রে আমায় ভাসিয়ে 

সাঁতরে সে একা হয়েছে পার,

দু’চোখ যেদিকে যাবে, দু’পা বাড়িয়ে 

তেপান্তর পেরিয়ে সন্ধানে তার। 

তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত 

বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত। 

ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 

কোথায় বলো খুঁজি তারে?

ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 

কোথায় বলো খুঁজি তারে?

কোথায় বলো খুঁজি তারে?

জ্বলে না সেই আলো আমারই শহরে 

সে থামেনি পথে, দেখেনি আর ফিরে, 

জমা অভিমান গুলো বাতাসে উড়ে 

তাকে নিয়ে হারায় অন্য শহরে। 

তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত 

বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত। 

ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 

কোথায় বলো খুঁজি তারে?

ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 

কোথায় বলো খুঁজি তারে?

কোথায় বলো খুঁজি তারে?

কল্পনার রাত গুলো তার মনে কি পড়ে 

জোছনায় হেঁটেছি তার হাত ধরে,

পুরোনো স্মৃতি গুলো চোখে ভিড় করে 

সে তো ডাকে না আর প্রিয় নাম ধরে। 

তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত 

বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত। 

ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 

কোথায় বলো খুঁজি তারে?

ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 

কোথায় বলো খুঁজি তারে?

কোথায় বলো খুঁজি তারে?

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *