Tare Buker Khacay (তারে বুকের খাঁচায় ) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Tare Buker Khacay (তারে বুকের খাঁচায় ) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Tare Buker Khacay
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Atif Ahmed Niloy
Music : Ah Turjo
Lebel : Samsul Official Music
Tare Buker Khacay Bangla Lyrics
তারে বুকের খাঁচায় রাইখাছিলাম
যেন হারায় না
কইলজার সাথে বাইন্ধা ছিলাম
যেন পালায় না
তারে বুকের খাঁচায় রাইখাছিলাম
যেন হারায় না
কইলজার সাথে বাইন্ধা ছিলাম
যেন পালায় না
এত চোখে চোখে রাখিয়া
পারলাম না রাখতে ধরিয়া
আমায় পিরিতি শিখাইয়া
গেলি রে কোথায় হারাইয়া
প্রেম আগুনে যতই পোড়াস
রাজি আমি পুড়তে
ভালোবাসা রাখতে সুখের
পারি আমি মরতে
প্রেম আগুনে যতই পোড়াস
রাজি আমি পুড়তে
ভালোবাসা রাখতে সুখের
পারি আমি মরতে
ও এত চোখে চোখে রাখিয়া
পারলাম না রাখতে ধরিয়া
আমায় পিরিতি শিখাইয়া
গেলি রে কোথায় হারাইয়া
মরন জালা কতো কঠিন
জানা নাই আমার
প্রেমের মরা বানাই গেলি
আসলি না তো আর
মরন জালা কতো কঠিন
জানা নাই আমার
প্রেমের মরা বানাই গেলি
আসলি না তো আর
এত চোখে চোখে রাখিয়া
পারলাম না রাখতে ধরিয়া
আমায় পিরিতি শিখাইয়া
গেলি রে কোথায় হারাইয়া
তারে বুকের খাঁচায় রাইখাছিলাম
যেন হারায় না
কইলজার সাথে বাইন্ধা ছিলাম
যেন পালায় না
এত চোখে চোখে রাখিয়া
পারলাম না রাখতে ধরিয়া
আমায় পিরিতি শিখাইয়া
গেলি রে কোথায় হারাইয়া।।