Tobu Mon(তবু মন) Bangla Lyrics By Shibu Kumer Shill.

 Tobu Mon(তবু মন) Bangla Lyrics By Shibu Kumer Shill.

Tobu Mon(তবু মন) Bangla Lyrics By Shibu Kumer Shill.

Song: Tobu Mon

Band: Meghdol

Album: Aluminium Er Dana

Lyric : Shibu Kumer Shill

Tobu Mon Lyrics in Bengali 

তবু মন তবু  একলাই থাক

কথা নেই বলে চুপচাপ রাখ 

অকারণ কিছু মিথ্যে বিবাদ, 

সারাক্ষণ । 

সারাদিন শুধু মেঘলা আকাশ

ফুটপাথ আর রক্তজমাট 

গদ্যের কাছে বাঁধা পড়ে থাক,

সারাক্ষণ । 

সুখী হোক সব ফুল 

সব পায়ের নূপুর 

মানুষের মনে তবু 

বৃথা আক্ষেপ 

তাই চায়ের কাপে শূন্যতা 

শূন্যতা সারাক্ষণ ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *